পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪৬ - আর্য্যাবর্ত্ত।। ৪র্থ বর্ষ-৫ম সংখ্যা। হইলেন যে, বুঢ়ন মিশ্রনামক এক সঙ্গীতজ্ঞ পণ্ডিতের অলৌকিক কার্য্যদর্শনে ?” মহারাজ তাহাকে জয়পত্র প্রদান করিবেন বলিয়া এই বাদ্যোন্যম হইতেছে। পদ্মাবতী নিজ গৃহে গমন না করিয়া রাজভবনে গমন করিলেন এবং যে স্থানে বুঢ়ন মিশ্র প্রভৃতি পণ্ডিত ও অমাত্যগণসহ রাজা উপবিষ্ট ছিলেন, তৰপ সেই স্থানে গমন করিয়া রাজসম্ভাষণ করিয়া বলিলেন,- পদ্মাবতীর রাজসভায় “মহারাজ ! আমার স্বামী গৃহে উপস্থিত নাই। এক্ষণে আগমন । নবাগত সঙ্গীতজ্ঞ পণ্ডিতের বিদ্যাবল পরীক্ষা কি প্রকারে হইতে পারে ? ইনি গীতরসের দ্বারা বা শান্ত্রালোচনার দ্বারা আমার স্বামীকে পরাজিত করিতে মা পারিলে, আপনি এই মিশ্র পণ্ডিতকে যথাবিধি জয়পত্র প্রদান করিতে পারেন না। অগ্রে আমার স্বামীর শক্তির পরিচয় হউক, তৎপরে যাহা হয় করিবেন। অথবা আমার সহিত উক্ত মিশ্রেীর সঙ্গীত-রসের পরীক্ষা হউক। তৎপরে জয়পরাজয় নিৰ্দ্ধারণপূর্বক যাহার প্রাপ্য আপনি তাহাকে জয়পত্র প্রদান করিবেন। সেই সঙ্গীত-সভায় শ্রীমৎ সাহ জালাল পদ্মাবতীর গান্ধার তবরেজী উপস্থিত ছিলেন। তিনি পদ্মাবতীর বাক্য শ্রবণে মাগালাপ | বলিলেন, “সাক্ষাৎ কবীন্দ্র-পত্নী যাহা বলিতেছেন, তাহাই হউক-অতএব আপনি সঙ্গীত আলাপ করুন।” “ততঃ পদ্মাবতী জয়দেবস্ত *&ব্রাহ্মণী গান্ধার নাম ধ্বনিরুদগীরিত্যাচ।” * গঙ্গাতীরস্থ উপবনে এই সঙ্গীতলাপ হইতেছিল। জয়দেব-পত্নীর গান্ধার রাগ আলাপন-কালে গঙ্গাবক্ষস্থ নৌকানিচয় আপনা। আপনি সেই গীতালাপস্থানসন্নিকটে উপস্থিত হইল। ধ্বনির আকর্ষণে কাষ্ঠময় নৌকা আকৃষ্ট হইল দেখিয়া সকল জনগণ আশ্চর্য্যান্বিত হইল, এবং পরস্পর বলাবলি করিতে লাগিলেন যে, এ ri- প্রকার কথা কখন শ্রবণ করি নাই বা দেখি নাই। পদ্মাবতী ধন্য । “এতয়োমধ্যে ব্রাহ্মণী গরীয়সী যথা নিজীবী নৌকাঃ শ্রাতৃত্ব সমায়াত।” । হজরৎ সহ জালাল বুঢ়নমিশ্রকে বলিলেন, “ওহে মিশ্র । উভয়ের মধ্যে হজরত সাহ জালাল *ে **** করিলেন, তাহা হৃদয়ঙ্গম হইতেছে না। কর্তৃক বুঢ়ন মিশ্রের আপনি শ্রীমতী পদ্মাবতীর সহিত উপযুক্ত শাস্ত্রীয় বিচার “তি শীর্দেশ করুন।” মিশ্র বলিলেন, “স্ত্রীলোকের সহিত তর্কবিতর্কে ampana 癌 C可夺 শুভোদয় श्gड ऐश्ऊ । a