পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8०७ আর্য্যাবর্ত্ত । 8ं वर्ष-é | T | রাঙ্গা-আলুর পোকা । (Sweet Potato Weevil) (চারিগুণ বন্ধিতাকারে ) (চারিগুণ বন্ধিতাকারে) বেশী পোকা লাগে, সে গাছগুলির ডাটা স্থানে স্থানে ফুলিয়া উঠে, পাতা ছোট হইয়া যায় ও অত্যন্ত গাছ দুর্বল হইয় পড়ে । ক্ষেতে একেবারেই পোকা লাগিলে উহা নিবারণ করা বড়ই কঠিন হইয়া উঠে। আলু মাটীর উপরে উন্মুক্ত থাকিলে এই পোকার ডিম পাড়িবার সুবিধা হয়-অতএব যাহাতে আলু উন্মুক্ত না থাকে, তাহার ব্যবস্থা করা উচিত। আক্রান্ত আলু পুড়াইয়া বা অন্য কোন প্রকারে একেবারে নষ্ট করিয়া ফেলা বিশেষ আবশ্যক। যে ক্ষেত্রে এই পোকা একবার লাগিয়াছে, সেখানে ২৩ বৎসর। ইহার চাষ না করিলেই ভাল হয়। এইরূপ পোকা ধারা আলু ভাল আলুর সহিত রাখিলে তাহাতেও পোকা লাগিয়া থাকে। যে আলুগুলিতে অল্প পোকা লাগিয়াছে, তাহা সিদ্ধ করিয়া গরু বাছুর প্রভূতিকে খাওয়ান যাইতে পারে।" শ্রীদেবেন্দ্রনাথ মিত্র । baba as a babar rrr--idh tri-war certs firefin Imperial Entomologist sawsatR offs fiftig i