পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DBBB SSBLSS Di DSS S00 কখনও এমন রূপবতী রমণী দেখেন নাই—কি বর্ণে-কি গঠনে-কি প্লাবণ্যে তাহার যেন তুলনা নাই। এ সৌদামিনী যেন স্থির-সৌদামিনী । . দেবনাথ ফিরিয়া আসিলে মহালক্ষ্মী বলিলেন,-“মামা কি মেয়ে দিতে । আসিয়াছিলেন ?” দেবনাথ বিস্ময়বিস্মফারিত নেত্রে মহালক্ষ্মীর দিকে চাহিয়া বলিলেন- । གn། །” 'ॐनिई ड बफु भाभा । cकन-डाश्igड कि ?” “তবে তা ব্যবহারটা বড় রূঢ় হইয়াছে!” মহালক্ষ্মী তীব্র বিদ্রুপের সুরে বলিলেন,-“ভালই ত, নৌকা ভিড়াইতে | বল ; আর মামা আসুন আর না-ই আসুন, মামার মেয়েকে বজরায় তুলিয়া । ag মহালক্ষ্মীর কথার ঝঙ্কারে দেবনাথ আর কোন কথা বলিসেন না, কিন্তু ভঁাহার মনে হইতে লাগিল, মামা-শ্বশুরের সঙ্গে ব্যবহারটা বড় রূঢ় । হইয়াছে। তিনি শয্যায় শয়ন করিয়া আবার ফুরন্সীর নল মুখে দিলেন।” DD L DBBD DBDBS BDBD DBD BBDBS মহালক্ষ্মী বলিলেন,—“তুমি সৌদামিনীকে লইলে না কেন ? জানই ত, DBBD DD DBDD BDBSBBB DDDB uD SSS . দেবনাথ হাসিয়া বলিলেন,-“বাট ? তবে আর গোটাকতক সিন্দুক । তৈয়ার করাই-আর অন্দর-মহলে আর গোটা দুই চক করাই ।” “সিন্দুকে আর অধিক স্থান নাই বটে ; কিন্তু অন্দরে এখনও অনেক মেয়ে । ধরিতে পারে।” দেবনাথ তামাক টানিতে লাগিলেন । মহালক্ষ্মী মামার কথা ভাবিতে লাগিলেন। মামার "এই ব্যবহার । , ছিঃ ! এই জন্যই তিনি এবার নাতিনীর বিবাহে যায়েন नाश्-अश्रौषं । ভাণ করিয়াছিলেন। শরীর দেখিয়া ত অসুখের আভাসও পাওয়া যায় না !? আসল কথা, দেবনাথ যাহাতে তাঁহাকে চিনিতে না পারেন, সেই জন্যই তিনি । যায়েন নাই। কিন্তু ধর্ম্মের কল বাতাসে নড়ে-তাই তিনি স্বামীর সঙ্গে । যাইতেছিলেন। কেমন করিয়া তিনি যুবতী কন্যাকে সঙ্গে লইয়া। আসিয়া । এ প্রস্তাব করিলেন ? সৌদামিনী রূপবতী বটে। মামা বুঝি ভাবিয়াছিলেন, .