পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ, ১৩২০ । ফরাসীবিপ্লবের ইতিহাস । • Ryb কর্ণকুহরে প্রবিষ্ট হইল। তাহা শুনিয়া তাহদের • সর্বাঙ্গের শোণিত শুষ্ক হইয়া উঠিল। তাহারা কিংকর্ত্তব্যবিমুঢ় হইয়া পড়িলেন। সংসারে কর্ত্তব্যের অনুরোধেও অধর্ম্মাচরণে প্রবৃত্ত হইলে মানবজাতির ঘূণাস্পদ হইতে হয়। নগরাধ্যক্ষ ছছি। জাতীয় সমিতির নিযুক্ত কর্ম্মচারী ; সুতরাং পলায়মান রাজপরিবারবর্গের গমন নিবারণের উপায় উদ্ভাবিত করা র্তাহার কর্ত্তব্য। কিন্তু তিনি সেই কর্ত্তব্য সম্পাদনে ব্রতী হইয়া যেরূপ প্রতারণা,-যেরূপ অধর্ম্মাচরণ,-যেরূপ নীতিবিগহিত কার্য্যের অনুষ্ঠান করিলেন, তাহা চিন্তা করিলে বিস্ময়াপন্ন হইতে হয়। বাক্যসুধা বর্ষণে মুগ্ধ ও আশ্বস্ত করিয়া রাজপরিবারবর্গকে স্বীয় ভবনে আহবান করিয়া তিনি সেই “সর্ব্বদেবোমায়ো তিথিঃ” গণের চির শক্রির ন্যায় কার্য্য করিতে লাগিলেন। " তঁহার চক্রান্তে রাজপরিবারবর্গের প্রকোষ্ট জাতীয় সৈন্যগণ কর্তৃক বেষ্টিত হইল। কিন্তু তিনি তাহাতেও পরিতৃপ্ত না হইয়া ক্লারামণ্ট এবং ভার্ডন নগরের কর্তৃপক্ষগণকে রাজপরিবারবর্গের পলায়ন-বৃত্তান্ত জানাইয়া উক্ত নগরদ্বয়ের জাতীয় সৈন্যগণকে অবিলম্বে প্রেরণ করিতে অনুরোধ করিলেন। এ দিকে যামিনী অবসান হইবার উপক্রম হইল, তথাপি বৌলি আসিলেন না। ফরাসিরাজ উপায়ান্তর দৃষ্টি না করিয়া নগরাধ্যক্ষসমীপে আত্মপরিচয় প্রদানপূর্বক তাহার শরণাপন্ন হইয়া অতি কাতরভাবে কহিলেন, “আমি যথার্থই আপনাদের রাজা । রাজধানী বিপজ্জালসংবেষ্টিত হইতে দেখিয়া আমি রাজধানী ত্যাগ করিয়া আসিয়াছি। প্রজাগণকে শান্তি ও স্বাধীনতা প্রদান করাই আমার উদ্দেশ্য। বন্ধুপ্রবর, আমি এক্ষণে সম্পূর্ণরূপে আপনার আয়ত্বাধীন। আমাকে শক্রহস্তে সমাপিত করিবেন না। আপনি যাহাতে ধনাঢ্য ব্যক্তিগণের অগ্রগণ্য হইতে পারেন। আমি তৎপক্ষে যত্নবান হইব ।” কর্ত্তব্যপরায়ণ ছছির হৃদয়ে করুণার লেশ মাত্র সঞ্চারিত হইল না। তিনি বলিলেন, “অন্ততঃ রাত্রি প্রভাত না হওয়া পর্য্যন্ত আমি আপনাকে স্থানান্তর গমনের অনুমতি দিতে পারি না।” মণ্টমেডি হইতে ভেরিনিছ নগরে আসিতে হইলে অগ্রে ষ্টীন নগরে আসিতে হয়। ষ্টীন হইতে ভেরিনিছ ত্রয়োদশ ক্রোশ দূরে অবস্থিত ; কিন্তু পথ দুৰ্গম ও গিরিসস্কুল। রাজপরিবারবর্গের কোন প্রকার বিপদাশঙ্কা না করিয়া বৌলি ভেরিনিছ নগর পর্য্যন্ত গমন অনাবশ্যক মনে করিয়া সসৈন্যে ষ্টীন নগরে অবস্থিতি করিতেছিলেন। রাত্রি ৪ ঘটিকাকালে