পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন, ১৩২ ৷ পান্না-নেপাল। அர். • ब्राखि अर्षिक LBBDD BDBDD DDDB DBDB DBDDiBS DBDDB রহিলাম। বেতকুইয়াতে কতকগুলি সিপাহী থাকিত, তাহারা ডাক-বাহকের কাব্য করিত। রাত্রিতে অগত্যা আমাদিগকে তাহাদিগোৱ আতিথ্য স্বীকার করিতে হইল। জানিলাম, ৮ ঘণ্টা ক্রমান্বয়ে চলিয়াও কেৱল ১০ ক্রোশ মাত্র পথ অতিক্রম করিয়াছি। পরদিন প্রাতে পুনরায় চলিতে আরম্ভ করিলাম। সন্ধার পর বুটোল নগরে রাজপ্রাসাদে পৌছিলাম। এই স্থানে । গভর্ণর কর্তৃক আমাদের জন্য সমস্ত বন্দোবস্তু ছিল । সুবিধার মধ্যে প্রান্তরে কোথাও বৃষ্টি পাই নাই ; কিন্তু আমরা প্রাসাদে প্রবেশ করিবামাত্র মুষলধারে বৃষ্টি আরব্ধ হইল। নগর-দর্শন আর ঘাঁটিয়া উঠিল না। গভর্ণর সাহেব আমাদের জন্য তাঞ্জামের বন্দোবস্তু করিয়াছিলেন। পার্ব্বাস্থ্যপথে অন্য কোন যানে সহজে যাওয়া যায় না। তাঞ্জাম দেখিতে চক্রহীন পেরাঙ্গুলেটারের মত, চারি জন বাহক স্কুন্ধে তুলিয়া লইয়া যায়। রাত্রি শেষ হইলে আমরা এই নূতন যানে চড়িয়া গন্তব্য পথে চলিতে লাগিলাম। একবার এক ক্রোশ উচ্চে ঘুরিয়া ফিরিয়া উঠিয়া, পুনৰ্বার ততোহধিক দূর নিয়ে নামিয়া হেলিতে দুলিতে কত নদী-নালার উপর দিয়া চলিয়া রাত্রি প্রায় ১ টার । সময় পাল্লা নগরে প্রবেশ করিলাম। আমরা সেই রাত্রিতেই গভর্ণর বাহাদুরের সহিত সাক্ষাৎ করিয়া নির্দিষ্ট কক্ষে याछेशा 6छाअनlgख् विवाम করিলাম । বুটোল রাজ-প্রাসাদটি কাষ্ঠ-নির্মিত-কদাকার। আমাদের দেশে মধ্যবিত্ত লোকও বোধ হয়। উহা অপেক্ষা উত্তম বাটীতে বাস করে। পাল্লার প্রাসাদটি অপেক্ষাকৃত বৃহৎ ও সুন্দর ; চতুর্দিক উচ্চ প্রাচীরবেষ্টিত। প্রাসাদের সম্মুখে ক্ষুদ্র প্রান্তর, তাহার অপর পার্থে অস্ত্রাগার। পশ্চাদ্ভাগে একটি SLSDDD B BBDBYS YDSDBDB KzS - আমার বাসা প্রাসাদের নিকটে ছিল। ত্রিতলে রন্ধনশালা, বিতলে । শয়ন-কক্ষ ও প্রথম তলে অন্যান্য আবশ্যক কায্যের ব্যবস্থা ছিল। শুনিলাম, বাড়ীতে ভূতের বিশেষ উপদ্রব্য। যাহাতে আমি ভয় না পাই, সেই জন্য আমার বাসায় দুই জন প্রহরী নিযুক্ত হইয়াছিল। পাল্লা-নেপাল নেপাল রাজ্যের চারি বিভাগের এক ভাগ, গভর্ণর কর্তৃক । -শাসিত ।। কতকগুলি कूौद्भ र्देशेन ५ একটি পল্পী ও কতকগুলি পল্পী লইয়া পাল্পানগরী নির্মিত। যে স্থানে ভূমি সমতল সেই স্থানেই কতক