পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৪ আর্য্যাবর্তী 1- - ৪র্থ বৰ্ষ, ৬ষ্ঠ সংখ্যা। . . .'; . . . . . . . : : পূজা করিবার মূলমন্ত্র আছে। সে মন্ত্র কাহাকেও প্রকাশ করিবার উপদেশ পলীতে কেহ কোন স্মরণযোগ্য কায করিলে গ্রাম্য কবিগণ সে সম্বন্ধে ছড়া ধাবিত। গ্রাম্য কৃষক-বালকগণ পৌষ মাসে পাড়ায়, পাড়ায় এই সব ছড়ার গান গাহিয়া চাউল পয়সা সংগ্রহ করিয়া মাঠে বাস্তুতলায় বনভোজন করিত। এই ছড়ার গানকে ফলুই কহে। পটেশ্বরীর আবির্ভাব-সম্বন্ধে কোন প্রবাদ আছে কি না,সন্ধান করিতে গিয়া পটেশ্বরীর ফলুই আছে,জানিতে পারিলাম। ফলুইকরের চেলা বৃদ্ধ আবদুল বলিল, প্রায় ৪০/৫০ বৎসর সে গাওয়া ছাড়িয়া দিয়াছে। অনেক চেষ্টায় সে নিয়লিখিত কএকটি পদ ব্যতীত আর কিছু গাহিয়া স্মরণ করিতে পারিল না- ৷ “মুস্কিলে আসান আল্লা দোয় কর দীনে—(দোয়ারকী ) আহা শুন শুন বাবু মশাই করি রিবেদন ওস্তাদ আমার শুকার্টাব্দ মোল্লা বন্দিনু চরণ আহা পটেশ্বরীর জরমে কথা কহি বিবরণ জরমে তাহার দিয়েছেলো শোন কোন জন আহা ওত্তর (উত্তর) দেশে এক ঘর বামন পেতো নাক খেতে কামেল ফকির খেতে দিত এনে মেঙে পেতে আহা বেটাবিটি ছিল না তার আঁটকুড়ো ছিল পুরুত্তর (পুত্র) হবার জন্য জপ করেছিল।” 播 আবদুল যাহা বলিয়াছিল, আমি অবিকলতাহাই নকল করিয়াছিলাম। পটেশ্বরীসম্বন্ধে বর্ত্তমান পূজারী হরিশবাবুর। কথিত কিম্বদন্তী এইরূপ-- কোন এক ধার্ম্মিক নিষ্ঠাবান ব্রাহ্মণ অপুত্রক ছিলেন, পুত্রার্থে তিনি নানা বাগ করিয়া সিদ্ধমনোরথ হয়েন। ব্রাহ্মণের স্বপ্ন হইল, দেবী কন্যারূপে তাহার ঘরে যাইবেন। তিনি যেন দেবীকে প্রতিপালন করিতে পরাস্তুখ BD BDS DBBBD DBB DD DBDB DBDBS DDD DSDBD কৰেিল। কন্যা হওয়ার পর হইতেই তাহার অবস্থার পরিবর্তন হইল। " : ব্রাহ্মণ ধর্ম্মকর্ম্ম পরিত্যাগ করিয়া বিষয়-কর্ম্ম লইয়া ব্যস্ত হইয়া পড়িলেন। এদিকে কন্যার বয়স হইল ; বিবাহ আর কিছুতেই হয় না। নানারূপ বিয় আসিয়া বিবাহের অন্তরায় হইয়া পড়িতে লাগিল । ব্রাহ্মণ এই সব কারণে