পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি F ( هذا ) রাণী মরিল আর বোকা রাজার রোগ সারিয়া গেল। ভাল হইয়া, রাজা রাজ্যে-রাজ্যে ঢোল দিলেন । প্ৰজারা আসিয়া বলিল,-“হায়! আমাদের সোণার রাজপুত্ৰ অজিত কুসুম কৈ ?” রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, —“হায় ! অজিত কুসুম কৈ ?” এমন সময় রাজপুরীর বাহিরে ঢাক ঢোলের শব্দ ! রাজা বলিলেন, —“দেখ তো, কি ?” গলাগলি দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্ৰণাম করিল। রাজা বলিলেন,-“তোরা কি আমার অজিত কুসুম ?” প্ৰজারা সকলে বলিল,—“ইহারাই আমাদের অজিত কুসুম তখন দুই রাজ্য এক হইল ; নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে লইয়া, দুই রাজা সুখে কাল কাটাইতে লাগিলেন ।