পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরদিন, রাজ্যে হুলুস্থূল ।। ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জাঙ্গাল। ব্লাক্ষসে দেশ [ দলে দলে লোক পলাইল ] ছাইয়া গিয়াছে, আর রক্ষা নাই । যখন সকলে শুনিল, রাজপুত্রদিগকেও খাইয়াছে, তখন জীবন্ত মানুষ দলে-দলে রাজ্য ছাড়িয়া পলাইয়া গেল । রাজা বোকা হইয়া রহিলেন ; রাজার রাজত্ব - রাঙ্গুসে ছাইয়া গেল। (8) নদীর ধারে বঁাশের বন হাওয়ায় থেলে, বাতাসে দোলে। ! VSV View . . . YN YN এক কৃষাণ সেই বনের বঁাশ কাটিল । বাঁশ চিরিয়া দেখে, দুই বঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম।" সাপের ডিম, না, কিসের ডিম - কৃষাণ ডিম ফেলিয়া দিল । S8V ※