পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 浚 ※ আহাঁ-হা, নাকটা তো গিয়াছে !” দু ফোটা চোকের জল ফেলিয়া ফুপিয়া ফুপিয়া শিয়াল বলিল,— “ওই তো দুঃখে কঁাদি রে ভাই, মন কি আমার আছে ? তুমি ছাড়া আর গতি নাই,-এলাম তোমার কাছে।” নাপিত বড় দয়াল, মন গলিল ; বলিল, - “ব’স, ব’স, কঁাটা খুলিয়া দিতেছি।” একে হ’ল আমারশিয়ালের নাক কেটে গেল, কঁাটা করতে বার ! “উয়া, উয়া। হুয়া, হুয়া!—ঙ্ক্যাঃ-ক্যাঃ!-ওরে হতভাগা পাজী পাষণ্ডে' নাপাতে!-- দ্যাখতো-দ্যাখতো কি করেছিস্ ! --ব্দে ব্যাটা, আগে আমার নাক যুড়িয়া দে-নইলে তোকে দেখাচ্ছি !” ভাল মানুষ নাপিত ভয়ে থাতমত, বলিল,—“দাদা ! বড় চুক হইয়া গিয়াছে; মাফ কর ভাই, নইলে গরীব প্ৰাণে মারা যাই ।” শিয়াল বলিল,-“আচ্ছা যা’ ; যা হইবার তা’ তো হইল;- তবে, তোর নরুণখানা আমাকে দে, তোকে ছাড়িয়া দিতেছি।” কি করে ?--নাপিত শেয়ালকে নিরুণখানা দিল । নরুণ পাইয়া শিয়াল বলিল,-“আচ্ছা, তবে আসি।” শিয়াল এক কুমোরের বাড়ীর সামনে দিয়া যায় ; দেখিয়া । কুমোর বলিল,—“কে হে বট ভাই, কে যােচ্ছ?--মুখে ওটা কি ܗܕ শিয়াল বলিল,—“কুমোর না-কি ? * ও একটা নিরুণ নিয়া যাচ্ছি।” “ ...) N 一 兹 s