পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী--- S (8) এক গৃহস্থের বৌ নাইতে গিয়াছে, রাজপুত্র শামুক তাহার পায়ে ঠেকিল। গৃহস্থের বৌ শামুকটি তুলিয়া আছাড় দিয়া ভাঙ্গিতেই ভিতর হইতে রাজপুত্ৰ বাহির হইল। গৃহস্থের বীে ভয়ে জড়সড়। রাজপুত্ৰ বলিলেন,-“বেী, ভদ্র করিও না, আমি মানুষ,-রাক্ষসের ভয়ে শামুকের মধ্যে রহিয়াছি। তুমি আমার প্রাণ দিয়াছ, আজ হইতে তুমি আমার হাসন সখী ।” রাজপুত্ৰ হাসন সখীর বাড়ীতে আছেন । রাণী সব জানিল ; রাজাকে বলিল,-“আমার অসুখ তো আর কিছুতেই সারিবে না, আমার বাপের দেশে হাসন চাপা নাটন কাটী, চিরণ দাতের চিকণ পাট, আর বারো হাত কঁাকুড়ের তের হাত বিচি আছে, সেইগুলি আনাইলে আমার অসুখ সারিবে ।” “কে আনিবে, কে আনিবে ?” “অমুক গৃহস্থের বাড়ী এক রাজপুত্ৰ আছে, সে-ই আনিবে৷ ” অমনি হাজার হাজার পাইক ছুটিল। চারিদিকে রাজার পাইক ; হাসন সখী ভিয়ে অস্থির । রাজপুত্র বন্সিলেন,-“হাসন সখী, আমারি জন্য তোমাদের বিপদ, আমি দেশ ছাড়িয়া যাই।” বাহির হইতেই, পাইকেরা-রাতপুত্ৰকে ধরিয়া লইয়া গেল ! রাজার কাছে যাইতে রাজপুত্ৰ বলিলেন,-“মহারাজ ! রাণী আপনার রাক্ষসী ;-রাক্ষসীর হাত হইতে আমাকে বাঁচান।” ܘܘܓ