পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র ঝুলি ※一 ÑK “আমার পাশার পণ -দানব, যক্ষ রক্ষ হইলে পরখ । দেখিয়া নিবা ; মানুষ হইলে খেলিতে হইবে । যে জিনে সে মালা পায়, হারিলে মোদের পেটে যায়।” রাজপুত্রেরা বলিলেন,-“পরখ কর।” পাশাবতী লিখন দেখিতে চাহিল,-“দানব যক্ষ স্নক্ষ হইলে লিখন থাকিবে ।” রাজপুত্রেরা বলিলেন,-“লিখন কিসের ? লিখন নাই ।” “তবে খেল ।” খেলিয়া রাজপুত্রেরা হারিয়া গেলেন। পাশাবতীরা সাত বোনে সাত রাজপুত্র, পক্ষিীরাজ, সব কুচিকুচি করিয়া কাটিয়া হালুম হালুম করিয়া খাইয়া ফেলিল। ফেলিয়া, আবার রূপসী মুক্তি ধরিয়া বসিয়া রহিল। রাক্ষসী-রাণী স্বপ্ন দেখে কি, আর তার কপালে হইল কি ! রাক্ষসীয় মাথায় তখন টনক পড়িয়াছে কি না, কে জানে ?-যা’ক ! (8) অন্ধরাজকুমারকে পিঠে করিয়া পক্ষিরাজ ঝড়-বৃষ্টি অন্ধকারে শূন্যের উপর দিয়া ছুটিতে, ছুটিতে,-হাতের ব্রাশ ! হারাইয়া রাজকুমার কখন কোথায় পড়িয়া গেলেন । পক্ষিীরাজ এক পাহাড়ের উপরে পড়িয়া পাথর হইয়া ব্লহিল। স্নাক্তকুমার যেখানে পড়িলেন, সে এক নগর। সেই নগরে S 涤 SSG)