পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 浚 Х উপরে বৃষ্টি বজের ধারা, মেঘের গর্জন লক্ষ কাড়া,-শব্দে, রবে। আকাশ ফাটিয়া পড়ে, পাহাড় পর্বত উল্টে, পৃথিবী চৌচীর যায়!--সাত পৃথিবী থর থর কম্পমান,- বাজ, বজ-শিল,- bes 豪 泰 泰 藝 নাঃ ! কিছুতেই কিছু না। —সব বৃথায়, সব মিছায় — কিরণমালা তো রাজপুত্র ন’ন, কিরণমালা কোনদিকে ফিরিয়া চাহিল না, * পায়ের নীচে কত পাথর টলে’ গেল, কত পাথর বরিয়া, সেঁা সেঁা করিয়া কিরণমালা সরাসরি একেবারে সোণার ফল হীরার গাছের গোড়ায় গিয়া পৌছিল - আর অমনি হীরার গাছে সোণার পাখী বলিয়া উঠিল, “আসিয়াছ ? আসিয়াছ ? ভালই হইয়াছে । এই ঝরণার জল নাও, এই ফুল নাও, আমাকে নাও, ওই যে তাঁর আছে নাও, ওই যে ধনুক আছে নাও,-নাও, নাও, দেৱী করিও না ; সব নিয়া, ওই যে ডঙ্কা আছে, ডঙ্কায় ঘা দাও ।” পাখী এক-এক কথা বলে, কিরণমালা এক-এক জিনিষ নেয়। নিয়া গিয়া, কিরণমালা ডস্কায় ঘা দিল । সব চুপ, চাপ ! মায়া-পাহাড় নিঝুম । খালি কোকিলের ডাক, দোয়েলের শীস্, ময়ূরের নাচ ! -- ഭ' তখন পাখী বলিল,-“কিরণমালা, শীতল ঝরণার জল ficts ... ." ള് l". A 浚 NSOS * ছবি-১৩০ পৃষ্ঠায়।