পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী এখানে কেমন করিয়া আসিলেন ?--পলাইয়া যান-পালাইয়া যান,-এ রাক্ষসের পুরী।” রাজপুত্রের প্রাণ শুকাইয়া গেল।-“এক রাক্ষসেরহান্ত হইতে আসিলাম, এখানেও রাক্ষস !—ব্রাজকন্যা, আমি কোথায় যাই ?” রাজকন্যা বলিলেন,-“আচ্ছা, আপনি কে আগে বলুন।” রাজপুত্র সকল কথা বলিলেন, তা’র পর বলিলেন,-“আমি তো সেই রাক্ষসী রাণীর হােত আজও এড়াইতে পারিলাম না, তা এ রাক্ষসের পুরীতে এমন এক রাজকন্যা কেন ?” রাজকন্যা বলিলেন,-“এই পুরী আমার বাপের ; রক্ষসেরা আমার বাপ-মা রাজ-রাজত্ব খাইয়াছে, কেবল আমাকে রাখিয়াছে। যদি আমি পলাইয়া যাই সেই জন্য বাহিরে যাইবার সময় রাক্ষসেরা সোণার কাটা রূপার কাটী দিয়া আমাকে মারিয়া রাখিয়া যায়।” শুনিয়া রাজপুত্ৰ ভাবিতে লাগিলেন, কি করিয়া দুইজনে রাক্ষসের হাত হইতে এড়াইবেন । “আঁই লো মাইলে, মানুষের গন্ধ পাইলে । ধীরে ধীরে খাইলো।—” সেই সময় চারিদিক হইতে রাক্ষসেরা শব্দ করিয়া আসিতে লাগিল। রাজকন্যা বলিলেন,-“রাজপুত্র রাজপুত্ৰ—শীগগির আমাকে মারিয়া ফেলিয়া ঐ যে শিব-মন্দির আছে, ওরি মাঝে ফুল-বেলপাতার নীচে গিয়া লুকাইয়া থাকুন।”** ༥༽ “আঁই লো মাই লো” করিয়া ব্লাক্ষসেরা আসিল। বুড়ী রাক্ষসী রাজকন্যাকে বঁাচাইয়া, বলিল ;- Š - 彦 ܓܘܓ