পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নূতন বৌ, ইড়া ঢাক, শেয়াল পণ্ডিত ডাকে,- চি চি চি কিচির মিচির বুলির ভিতর থাকে। পড়ুয়াদের পড়ায় কোথায় কঁপে শাটির বন, সাতটি ছেলে কুমীর দিল করে’ সমৰ্পণ ? তালগাছোতে ড্যাডাং ড্যাভ্যাং কোথায় হ’ল— ৰাঃ { কেমন করে? হজম হ’ল সাত কুমীরের ছা! টিকি নাড়ে বুড়ো বামুণ, খেতে গেল। পিটে, খ্যাংরা দিয়ে বামুণী কোথায় মিঠে দিল পিঠে ? রাগে বামুণ গেল কোথায়, এলো কবে আর ? কেমন করে হ’ল রে বা’র রাজকন্যার হার ! কাঠুরে-বউ ব্ৰত নিয়ম কেমন শশা খেলি ? কোল-জোড়া ধন মাণিক রতন কেমন ছেলে পেল ? ব্যাঙ ঘ্যাঙ ঘ্যাঙ-কামার বুড়োর্কাপে থর খৰ্বরাজকন্যা চোক-বিন্ধুলীর কেমন এল বর ! কোথায় এত থলের ভিতর চিচি মিচি ব্লব ?-- -- ‘চ্যাৎ-ব্যাং’-এর বাসার মাঝে লুকিয়েছিল မ္ယန္} \, O. O. O. ܘܚܣܚܶܣܚܠܐ షాsses4 SZS:SZŠZŠZSZŠZŠZŠZSZŠ. SZ