পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী浚 S& মন্ত্রীর স্ত্রী, সওদাগরের স্ত্রী, কোটালের স্ত্রী কি করেন ? চোকের জল চোকে রাখিয়া, ছাই বাড়িয়া দিলেন । ছেলেরা অবাকৃ হইয়া উঠিয়া গেল। হাজার হ’ক পেটের ছেলে ; তা’র সামনে কেমন করিয়া ছাই দিবেন? রাণী তাহা পারিলেন না। রাণী পরমান্ন সাজাইয়া, থালার এক কোণে একটু ছাইয়ের গুড়া রাখিয়া ছেলেকে খাইতে দিলেন। রাজপুত্র বলিলেন,-“মা, থালে ছাইয়ের গুড়া কেন ?” রাণী বলিলেন,-“ও কিছু নয়। বাবা, অমনি পড়িয়াছে।” রাজপুত্রের মন মানিল না ; বলিলেন—“না, মা, না বলিলে আমি খাইব না ।” রাণী কি করেন ? সকল কথা ছেলেকে খুলিয়া বলিলেন। শুনিয়া, রাজপুত্র মায়ের পায়ে প্ৰণাম করিয়া, উঠিলেন । চার বন্ধুতে রোজ যেখানে আসিয়া মিলেন, সেই খানে আসিয়া সকলে সকলকে জিজ্ঞাসা করিলেন,-“আজি কে কেমন খাইয়াছ ?” সকলেই মুখ চাওয়া-চাওরি করেন। তখন রাজপুত্র বলিলেন, -“ভাই, আর দেশে থাকিব না, চল দেশ ছাড়িয়া যাই ।” “সেই ভাল !” চারিজনে চারি ঘোড়া ছুটাইয়া দিলেন। ( & ) ളി ܠ ܐܩܘ (ঘাড়া ছুটাইতে ছুটাইতে ছুটাইতে ছুটাইতে, চার বন্ধু এক তেপান্তরের মাঠের সীমায় আসিয়া পৌঁছিলেন মাঠের উপর দিয়া চার দিকে চার পথ । ŞIK 浚 Sତକ୍