পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী 泽 তরোয়ালের মুঠি ধরিয়া হাঁটু গাড়িয়া রাজকুমার বলিলেন, “কে ?” রাজপুত্র কিছুই দেখিতে পান না। ;-ঘরে আলো, বিদ্যুতের চমক,-রাজকন্যার শরীর কাঠের মত শক্ত,-রাজকন্যার নাকের ভিতর হইতে সরু-মিহী-চুলের মত সাপ বাহির হইল! সেই চুল দেখিতে দেখিতে সুতা,-দড়,-কাছি, তারপর প্রকাণ্ড অজগর! শঙ্খের মত আওয়াজে সেই অজগর গজিয়া উঠিল। e পুৱী থর থর কঁপে। হাতের তরোয়াল ঝন ঝনদ-ই রাজপুত্ৰ হঁাকিলেন—“জানি না।--যে হও তুমি, झरुक शक्र झामद !-शि ܨܘܪܝܬܐ - ܬܕ [“যক্ষ হও রক্ষ হও ভরোঁয়াল তোমাকে ছুইবে।” .