পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র ঝুলি সুখুকে পায় কে ? সুখু এদিকে চায়, সুখু ওদিকে চায়, “যত যত ডুব দিব, না জানি আরো কি পা’ব!” “আঁই-আঁই আঁই !”-তিন ডুব দিয়া উঠিয়া সুখু দেখে,-গা-ভরা আঁচিল, ঘা পাঁচড়া-এ --- ই নখ, শণের গোছা চুল—যত কদৰ্য্য সুখুর কপালে!-“ওঁ মা, মা গে। —কি হল গো”—কাদিতে কঁাদিতে সুখু বুড়ীর কাছে গেল। দেখিয়া বুড়ী বলিল,-“আহ আহা ছাইকপালি,—তিনি ডুব দিয়াছিলি বুঝি ?—যা, কঁাদিসূনে যা ;--বেলা ব’য়ে গেছে, খেয়ে দেয়ে নে!” বুড়ীকে গালি পাড়িতে পাড়িতে সুখু, খাবার ঘরে গিয়া পায়েস পিঠা ভাল ভাল সব খাবার খাবলে খাবলে খাইয়া ছড়াইয়া হাত মুখ ধুইয়া আসিল—“আঁচ্ছা বুড়ি, মীর কঁাছে আঁগে যাই!!--দে তুই পেটরা দিবি কি না দে।” বুড়ী পেটরার ঘর দেখাইয়া দিল। যা-ত বড় পারিল, এ-ই মস্ত এক পেটরা মাথায় করিয়া সুখুবিড় বিড়,করিয়া বুড়ীর চৌদ বুড়ীর মুণ্ডু খাইতে খাইতে রূপে দিক চমকাইয়া বাড়ী চলিল । সুখুর রূপ দেখিয়া শিয়াল পালায়, পথের মানুষ মূৰ্ছা যায় । পথে ঘোড়া এক লাথি মারিল ; সুখু করে—“আঁই আঁই!” সেওড়া গাছের এক ডাল মটাস্ করিয়া ভাঙ্গিয়া পড়িল, সুখু করে —“মলাম ! ম’লাম!” কলাগাছের এক কঁাদি কলা ছিড়িয়া পিঠে পড়িল ; সুখুবলে—“গেলাম! গেলাম!” শিং বাঁকা করিয়া, গাই তাড়া করিল, ছুটিতে ছুটিতেহঁপাইয়া আসিয়া সুখু বাড়ীতে উঠিল। യ ※ S ove