পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র ঝুলি 浚 NIK যায়। অবশেষে রাগে, দুঃখে, অজগর, নিজের শরীর নিজে কামড়াইয়া, তারোয়ালে মাথা খুঁডিয়া মরিয়া গেল । থর থর করিয়া দুই বন্ধুর রাত পোহাইল। পরদিন রোদ উঠিলে, দুইজনে বেশ করিয়া দেখিলেন, যে, না-অজগর সত্যই মরিয়াছে। তখন নামিয়া কাদামাখ্যা মণি কুড়াইয়া দুইবন্ধুসরোবরে নামিলেন। ( & ) নামিতে, নামিতে, দুই বন্ধু যতদূর যান-জল। কেবল দুই ভাগ হইয়া শুকাইয়া যায় ! শেষে, মণির আলোতে দেখেন, পাতালপুরী পৰ্য্যন্ত এক পথ ! দুইজনে চলিতে লাগিলেন। খানিক দূর যাইতেই এক পরম সুন্দর অট্টালিকা । চারিদিকে ফুল-বাগান-ফুলে ফুলে ছড়াছড়ি, লতায় লতায়, পাতায় পাতায় জড়াজড়ি। দুই বন্ধু অট্টালিকার মধ্যে গেলেন। অট্টালিকার মধ্যে সেঁা সেঁ রো রো শব্দ। রাজপুত্ৰ ভয়ে কঁাপিতে লাগিলেন । মন্ত্রিপুত্র বলিলেন,—“বন্ধু, ডরাইও না, মণি কাছে থাকিতে ভয় নাই ।” লকলকে’ চকচকে কোটি রঙের কোটি সাপ ডিঙ্গাইয়া সাপের উপর দিয়া হঁটিয়া দুইজনে এক ঘরে গেলেন। সেখানে সাপের দেওয়াল, সাপের থাম, ‘সাপের মেজে সাপের কড়ী, সাপের মণির দেওয়ালগিরি,”-লক্ষ সাপের শয্যায় মণিমালা রাজকন্যা নিশ্চিন্তে ঘুমাইতেছেন। ' ܬܐܠܝ ACA ཚོ་ রাজপুত্র বলিলেন,-“বন্ধু, এ-কি ?” মন্ত্রিপুত্ৰ বলিলেন,-“বন্ধুদেখ, পাতালপুরীর পাতালকন্যা।” š Sbry