পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sty টেলিমেকিস । রকে ক্ৰয় করিয়া স্বদেশে লইয়া গেল । আমি গোচারণ নিমিত্ত অরণ্যে উপস্থিত হইলাম ; দেখিলাম, পৰ্ব্বতের শৃঙ্গ সকল নিরন্তর তুহিনরাশিপরিবৃত, নিম্ন স্থল উত্তপ্ত বালুকাময় ; সুতরাং, উপরিভাগে অবিচ্ছিন্ন শীত, নিম্ন প্রদেশে অসহ্য গ্রীষ্ম ; তৃণাদি অতি বিরল, কেবল গণ্ডশৈলের মধ্যে মধ্যে অত্যািল্লমাত্র লক্ষিত হয়; পৰ্ব্বত সকল নতোন্নত ও দুরারোহ, পৰ্বতমধ্যস্থলে রবিকিরণ প্ৰায় প্ৰবেশ করিতেই পারে না । এই ভীষণ স্থানে মুর্থ ও অসভ্য রাখালগণ ব্যাতিরিক্ত আলাপ করিবার আর লোক ছিল না । তথায় আমি দিবাভাগে গোচারণ করিয়া, স্বীয় দুরবস্থা নিমিত্ত পরিদোবন করিতে করিতে রজনী অতিবাহন করিতাম। কিউটিস নামে এক জন প্ৰধান দাস ছিল, সে আপন দাসত্ব বিমোচনের কোন প্ৰত্যাশ পাইয়া, স্বামিকাৰ্য্যে অনুরাগ ও মনোযোগ 8प्रश्नांर्थ, अन्छांछ प्रांनश*दृक् चत्रिज्ञऊ ऊिब्रक्रांद्र ऋब्रिड् । । পাছে তাহার কোপানিলে পড়িতে হয় এই ভয়ে আমি অনন্যকৰ্ম্ম হইয়া সমস্ত দিবস কেবল পশুচারণই করিাতাম। ফলতঃ, নানাপ্রকার দুঃখে আমি নিতান্ত অভিভূত হইয়া পড়িলাম। qक नि भप्नद्र इम्प्यार्थ आनि अां°न •खूषं विश्ठ হইয়া এক গুহার সমীপে ভুতলে পতিত হইয়া রহিजांभ eव९ शुङ्गई cनदे नमरड अनश बद्धभ1 cभाष्हनब्र একমাত্র উপায় ইহা স্থির করিয়া তাহার প্রতীক্ষা করিতে লাগিলাম। আমি এইৰূপ নিতান্ত নিরাশ্বাস হইয়া পতিত সুরহিয়াছি, এমন সময়ে দেখিলাম, পৰ্বত কঁাপিতেছে ; পৰ্বতস্থিত তৰুগণ নত হইয়া আসিতেছে ; বায়ু নিশ্চল