পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bም8 টেলিমেকিস। না ; আপনি লাভের প্রতি দৃষ্টি রাখিয়া কদাচ বাণিজ্যের ব্যাঘাত করিবে না । যাহাঁদের পরিশ্রম দ্বারা ; বাণিজ্যকাৰ্য্য নিৰ্বাহ হইয়া থাকে, তাহার সমুদায় লাভ তাহাদেরই, হওয়া উচিত ; ইহার অন্যথা হইলে পরিশ্রমস্বীকারে তাহাদের প্রবৃত্তি জন্মিবে না। - বাণিজ্য দ্বারা রাজ্যমধ্যে যে ধমাগম হয় তাহা হইতেই রাজার উপকার হইয়া থাকে ৷ ” বাণিজ্য সম্পত্তির প্রস্রবণস্বৰূপঃ যদি প্ৰকারান্তরে উহার প্ৰবাহ পরিবর্তিত করিয়া দিতে উদ্যত হও, তাহা হইলে উহা এক বারেই রুদ্ধ হইয়া যাইবে । লাভ ও সুবিধা এই দুইটি মাত্র বিষয় বিদেশীয় লোকদিগকে প্রলোভিত করিয়া আনে ; যদি সেই লাভের বা সুবিধার ব্যতিক্রম ঘটে, তাহা হইলে তাহারা ক্ৰমে ক্ৰমে তোমাকে পরিত্যাগ করিবে এবং যাহার এই ৰূপে এক বার ফিরিয়া যাইবে; আর তাহারা তোমার অধিকারে অ্যাসিবে না ; কারণ, অন্যান্য জাতির তোমার এইৰূপ অবিবেকিতা ও স্ব স্ব দেশে বাণিজ্যকাৰ্য্যের সুবিধা ও সুশৃঙ্খলা দেখাইয়া তাহাদিগকে স্ব স্ব দেশে লইয়া যাইবে, এবং বণিকগণও অনায়াসে বুঝিতে পারিযে যে, তোমাকে পরিত্যাগ করিয়া' গেলেও অন্য জাতির সাহিত সুচারু ৰূপে বাণিজ্যকাৰ্য্য চলিতে পারিাবেক । ইহা অবশ্যই স্বীকার করিতে হইবে যে, এক্ষণে টায়র নগরের পূর্বের ন্যায় শ্ৰী নাই। প্রিয়স্ক হৎ টেলিমেকস ! যদি তুমি পিষ্মলিয়নের রাজত্বের পুর্বে টায়র নগর অবলোকন করিতে, না। জানি, কতই চমৎকৃত হইতো! এক্ষণে তুমি শেষাবস্থা মাত্র দেখিতেছি এবং বোধ করি, ত্বরায় বিনাশও দেখিতে পাইবে। হা হতভাগ্য টায়র ! তুমি কি দুৰ্দান্ত দম্ব্যর হস্তেই পতিত