পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। NYA डिनि बडांवडs गांव्यू ७ अभांत्रिक : अभिांद्ध छूटबद्ध कथा iBD S DDDBB BBDDBBD BBDBuB DDB BDD S SDD এৰূপ বিশ্রান্ত সহকারে আমার সাহিত আলাপ অরিতে আরস্ত করিলেন যে, তাদর্শনে আমি নিশ্চিত বোধ করিালাম যে, দেবতারা আমাকে বিপদ হইতে উদ্ধার করিবার মানসেই ভঁাহার সহিত আমার সমাগম করিয়া দিলেন । তদনন্তর তিনি আমাকে কহিতে লাগিলেন, টেলিমেকিস ! তুমি যাহা বলিলে তাহার যথার্থতা বিষয়ে আমি কিঞ্চিষ্মাত্র সন্দেহ করি না। ধৰ্ম্মভীরুতার লক্ষণ ও অন্তভুত শোকানলের চিহ্ন তোমার মুখমণ্ডলে স্বব্যক্ত লক্ষিত হইতেছে, আমি কোন ক্রমেই তোমার কথায় অবিশ্বাস করিতে পারি। না। আর আমার অন্তঃকরণে দৃঢ় প্রত্যয় হইতেছে যে, আমি সর্বদা যে সকল দেবতার আরাধনা করিয়া থাকি, তঁাহারা তোমাকে স্নেহ করেন, এবং ইহাও ভঁাহাদের অভিমত বোধ হইতেছে যে, আমিও তোমার প্রতি পুত্ৰস্নেহ প্ৰদৰ্শন করি। আমি তোমাকে কতকগুলি হিতকর । উপদেশ প্রদান করিব, তুমি সেই সমস্ত উপদেশ গোপনে রাখিবে, কখন কাহারও নিকটে প্ৰকাশ করিবে না ; আমি তোমার নিকট এতদ্ব্যাতিরিক্ত কোন প্ৰত্যুপকারের প্রার্থনা করি না। আমি কহিলাম, আপনি কোন আশঙ্কা করিবেন। না ; রহস্যগোপন করা আমার পক্ষে কঠিন কৰ্ম্ম নহে ; যদিও আমি বয়সে বালক বটে, কিন্তু রহস্যগোপনের অভ্যাসে প্রাচীন হইয়াছি ; অতএব কখন কোন কারণেই যে রহস্যোম্ভেদ করিব, তাহার আশঙ্কা নাই। ইহা শুনিয়া নাৰ্বািল কহিলেন, টেলিমেকস্ ! কি প্রকারে তুমি তরুণ