পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। s না । তদনন্তর আমরা পরস্পর আলিঙ্গন করিয়া পরঅপরের নিকট বিদায় লইলাম । তিনি আমার সঙ্গে সাগরতীর্য পৰ্য্যন্ত গমন করিলেন। . আমি সজল নয়নে তঁহাকে অবলোকন করিতে করিতে নিতান্ত অনিচ্ছা পুৰ্বক অর্ণবযানে আরোহণ করিলাম ; তিনিও অগ্রুপুর্ণ নয়নে তীরদেশে দণ্ডায়মান হইয়া আমাকে নিরীক্ষণ করিতে লাগিলেন । জাহাজ চলিতে আরম্ভ করিল এবং ক্রমে ক্ৰমে অন্তরিত হইতে লাগিল । পরিশেষে, আমরা সম্মেহ নয়নে পরস্পর নিরীক্ষণ করিতে করিতে এক বারে পরস্পরের দৃষ্টিপখাতীত बडांभ।