পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখিন, ১৩২৪, স্বাধীনতার মুল্য। । जानानान कथl छूनिशा ब्रिांछिएगम अवर डिमेिं वांश्रिन ছাগশিশুটি জানাল দিয়া সে গৃহ ত্যাগ করিয়াছিল। । · · সেই শুভ্র ছাগশিশুর আগমনে পর্ব্বতে আনন্দের সাড়া পড়িয়া গিয়াছিল। বৃদ্ধ বনস্পতিরা তেমন সুন্দর প্রাণী কখন দেখে নাই। তাহারা তাহাদের ক্ষুদ্র রাণীকে সাদরে অভ্যর্থনা করিয়া লইল। কনকবর্ণ লতাসকল দুই পার্থে সরিয়া তাহদের যথাসাধ্য পুষ্পগন্ধ সুন্দরী রাণীকে উপহার দিল । বাদাম-গাছগুলি তাহাকে সোহাগ করিবার জন্য শাখাগুলি নমিত করিয়া । দিল। ছাগশিশুর আবির্ভাবে পর্বতময় আনন্দ উৎসব আরব্ধ হইল। " ছাগশিশুটিও কতই সুখী হইল! গলায় রজজু নাই, নিকটে বন্ধন-দণ্ড । নাই, ইচ্ছামত চরিয়া এবং ছুটিয়া বেড়াইতে কেহ বাধা দিবার নাই ! এতদিনে সে তাহার ঈপ্সিত স্থানে আসিয়াছে! এই সেই স্থান-যথায় তাহার শৃঙ্গ পর্য্যন্ত দীর্ঘ ঘাস জুম্মায়! আর কত প্রকারের ঘাস, কত সুন্দর, কত সুমিষ্ট । তাহার বন্ধ স্থানের বিশীর্ণ তৃণের সহিত ইহার কত পার্থক্য ! সুমিষ্ট মাদকরসে । পরিপূর্ণ কত সুন্দর সুন্দর বনফুলে এ পর্বত-ভূমি সুশোভিত। সে অৰ্দ্ধমত্তের মত শূন্যে চারিপদ তুলিয়া খেলা করিতে লাগিল এবং বৃক্ষচু্যত পত্র ও ফলের সহিত নিম্নভূমিতে গড়াইয়া গেল; তাহার পর হঠাৎ ৷ ७क जएन्क हैंgाश्मा खेणि। সম্মুখের দিকে মস্তক প্রসারিত করিয়া সে ঝোপ ও বৃক্ষশ্রেণীর ভিতর দিয়া পর্ব্বতের সর্বত্র বিচরণ করিতে লাগিল । তাহাকে কখন পর্ব্বতের ? শিখরদেশে, কখন মধ্যদেশে, কখন পাদদেশে দেখা যাইতে লাগিল। লোক, দেখিলে বলিত সেগুইনের ১০২০টা ছাগল তথায় ছুটিয়া বেড়াইতেছে। । ইহার কারণ, সে সময়ে তাহার কোন ভয় ছিল না। এক এক লক্ষে । সে বিস্তৃত জলস্রোত পার হইল এবং পার হইবার সময়ে ফেনপুঞ্জ ও জলকণা তাহাকে সিক্ত করিয়া দিল। সর্বশরীর আৰ্দ্ধ করিয়া সে একু প্রশস্ত । প্রস্তরখণ্ডে আপনার দেহ অলসভাবে বিস্তার করিয়া দিয়া সূর্য্যকিরণে, শুষ্ক করিয়া লইল। একবার সে মুখে একগ্রাস ঘাস লইয়া পৰ্বতের ২ এক প্রান্তে আসিয়া দাড়াইল। তথা হইতে সেগুইনের গৃহ ও তৎসংলগ্ন। পশুশালা দেখা যাইতে লাগিল; তাহা দেখিয়া সে হাসিতে হাসিতে । দুটাইয়া পড়িল ; বলিল,-“কি ছোট্ট জায়গা! আমি কেমন করিয়া এতদিন । ७थicन क्लिांश टाई छवि ।” · . .3 , است.