পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবিষ্ণু, গুণ। সৎ মা । -- శీ s S BDD DuDB DD BDB DB BDiB EBDBDBD BDBDBB DEES তঁহাকে দিয়া পিত্রালয়ে জ্যেষ্ঠ ভ্রাতাকে একখানি দীর্ঘ পত্র লিখাইলেন। পত্র লিখাইবার সময় তথায় বিন্দি ব্যতীত আর কেহ থাকিতে পাইল না। : পত্র লিখা শেষ হইলে তিনি খাজাঞ্চীকে বলিলেন, “এ পত্রের কথা, যেন আর কেহ জানিতে না পারে। ’ খাজাকী বলিলেন, “মা, সে কখা আর বলিতে হইবে না। পেটের কথা । পেটে রাখিতে না জানিলে এক বাড়ীর চাকরিতে চল্লিশ বৎসর কাটাইতে । *ब्रेिटभ न ।।” SY দেবনাথ ক্রমে সুস্থ হইয়া উঠিতে লাগিলেন । এক দিন মহালক্ষ্মীর জ্যেষ্ঠ ভ্রাতার পত্র আসিল। দেবনাথ পত্র দেখিয়া মহালক্ষ্মীকে দিলেন!। মহালক্ষ্মী পত্র লইয়া খাজান্ধীকে ডাকাইলেন। তিনি। পত্র পড়িয়া মহালক্ষ্মীকে শুনাইলেন—তাহার মাতুল বােধ হয় এ যাত্রায় রুক্ষণ পাইবেন। কিন্তু পিতৃ-গৃহে যাইতে পথেই সৌদামিনীর প্রবল জর হইয়া** ছিল—সঙ্গে সঙ্গে বসন্তও হইয়াছিল। পথে কোনরূপ চিকিৎসার ব্যবস্থা । হয় নাই। পিত্রালয়ে পৌঁছিবার পরই তাহার মৃত্যু হইয়াছে। । মহালক্ষ্মী বলিলেন, “ যাহা হইবার হইয়াছে। এখন শ্রান্ধের আয়োজন A F. . . . , م:• f:: ت=: . - * ♥ነሣ (ዮ ..... করুন।” : 岛、

.*; 3.

恕 যথারীতি সৌদামিনীর শ্রাদ্ধ সম্পন্ন করাইয়া রোগমুক্ত স্বামীকে লইয়া মহালক্ষ্মী পঞ্চগ্রামে ফিরিয়া আসিলেন। সৌদামিনীর পুত্র মহালক্ষ্মীর ব:ে 囑 পালিত হইতে লাগিল । 普 带 景 6नोवांबिनौन नषक मशगनी विलिोक ८य चालन निवाछिनन, नि: আদেশ এমনইভাবে পালিত হইয়াছিল যে, দেবনাথের পুত্রের বিবাহের । সময় পুরোহিত মহাশয় তাহাকে মাতার সপিণ্ডকরণ করিতে বলিলে, সে বলিল “মা বর্ত্তমানে আমি আর সপিণ্ডকরণ করিব কেন ?” : পুরোহিতষ্ঠাকুর বলিলেন, “তোমার এ মা তোমার সৎ মা।” “মা নিজে না বলিলে আমি এ কথা বিশ্বাস করিব না।” । পুরোহিতষ্ঠাকুর মহালক্ষ্মীকে সে কথা বলিলেন। মহালক্ষ্মী অশ্রুপূর্ণনেত্রে ।