পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSSAS AAA YYSSS LS SSS SSS SSL ! ፵ኻ፻፮፻፣ في 1 . ፪፻ቖ.ቖግmmሻጽ* *. (ጀጳኛዽ......፮8ጳጳባ፣* (፩ - .. *த் * : ጰዳኙቆ " •ት ኯw *ነ . s . Ii . في l 森 سم " Is i s.r. sh - "" .. ቅጂ፻፷; . (።ዃኛ er .. s Կto "" κι ኒ8 ̇ • ̈ነስሾ* sur 确 - T רב: "ל תבי י `( $ኛ 'ኳ 阜 ፳፰ኧ... : - هم می ነ ፰ • • • * { - ur ፥ " " . . . i .. r . . . . . ፶፰፻፹- ̈ “” “ §ክ?‛'፰ ̊ VI 竺、*臣 s a. $ ̇ሡኒ... ফুটুদের গঠিত করিয়াছিলেন ; আর আওরঙ্গজেবপ্রমুখ মুসলমান বাদশাহ ষ্টুমন্দিরের ভগ্নাবশেষ লইয়া মসজেন্দ গঠনে-প্রবৃত্ত হইয়াছিলেন ।

, : is

স্টুড়িষ্যার শিল্পকীর্ত্তির চিহ্ন বিলুপ্ত হয় নাই। তাই উড়িষ্যার শিল্পক্ষেত্র ক্লাশেষভাবে পরীক্ষার ও অধ্যয়নের উপযুক্ত। মুসলমানগণ যে উড়িষ্যার মন্দিরের কথা জানিতেন না, তাহা নহে। পর্যন্ত আবুল ফজল তঁাহার “আইন-ই-আকবরী" গ্রন্থে জগন্নাথের ও কোনার্কের মন্দিরসম্বন্ধে যাহা লিখিয়াছেন, তাহাতে স্পষ্টই প্রতীতি হয়, তাহারা এই ག། মন্দিরের বিবরণ অবগত হইয়াছিলেন। মুসলমানের মন্দিরবিধ্বংসী ধ্ৰুবাহু যে উড়িষ্যা পর্যন্ত প্রসারিত হইয়াছিল, তাহারও প্রমাণ আছে। কিন্তু

)

তথাপি উড়িষ্যার মন্দির চূড়া ভূমিলুষ্ঠিত হয় নাই-উড়িষ্যার দেব-দেউলের ရွှီ၊ |ানে মসজেদ নির্ম্মিত হয় নাই। বাঙ্গালার সমতল ক্ষেত্রে আসিয়া ধ্ৰুপৰ্বতসম্ভবা স্রোতস্বতীর বেগ যেমন মন্দীভূত হয়-বাঙ্গালার প্রাচুর্য্যপ্রহৃষ্ট ষ্টুঞ্জান্তরে আসিয়া বিজয়লালসাদৃপ্ত মুসলমানের জিগীষা ও জিগমিষাও তেমনই মন্দীভূত হইত। তাই নদীবহুল, কাননসন্ধুলি, পর্ব্বতপরিবেষ্টিত উড়িষ্যার বক্ষে বিজয়ী মুসলমানের আঘাতচিহ্ন ধ্বংসস্তুপে চিরস্মরণীয় হয় নাই। আবার উড়িষ্যার মন্দিরসমূহ যে ধর্ম্মের পরিচায়ক, সেই ধর্ম্মই উড়িষ্যার জনসাধারণের ধর্ম্ম থাকায় মন্দিরগুলি সুসংস্কৃত থাকিয়াছে। তাহা না হইলে তরুলতাগুল্ম ঠু"অল্পকালমধ্যেই পরিত্যক্ত বা অব্যবহৃত মন্দিরের বিনাশকার্য্যসম্পন্ন করিত। **তাই ভারতীয় শিল্পের স্বরূপ বুঝিতে হইলে উড়িষ্যার স্থাপত্য ও ভাস্কর্য্য मषाशन করিতে হয় । ፳፭ካ፡ " 雄” " উড়িষ্যার কমিশনার মিঃ ষ্টালিং প্রথম এই অধ্যয়ন আরম্ভ করেন। ১৮২৪ খৃষ্টাব্দে তিনি “এসিয়াটিক রিসার্কেসে” উড়িষ্যােসম্বন্ধে একটি পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ প্রকাশিত করেন। তাহার প্রবন্ধে যে ক্রটি ছিল না, এমন নহে ; পরন্তু যথেষ্ট অসম্পূর্ণতার প্রমাণ আছে। কিন্তু তিনিই প্রথমে এই দুষ্কর কার্য্যে হস্তক্ষেপ করেন, এবং বহুবিধ অসুবিধা অতিক্রম করিয়া পণ্ডিতসমাজে উড়িষ্যায় শিল্পবিবরণ বিবৃত করেন। পথিপ্রদর্শকের প্রশংসা তঁহারই প্রাপ্য। i | 'अ६ि শতাব্দী কাল তাহার প্রবন্ধই উড়িষ্যাসম্বন্ধে একমাত্র বিশদ ও প্লামাণ্য পুস্তক বলিয়া বিবেচিত হইয়াছিল! ধ্ৰুপ্রায় ৪০ বৎসর পরে দুই জন প্রসিদ্ধ সাহিত্যিক উড়িষ্যার বিবরণ বিবৃত