পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર আর্য্যবর্ত্ত ৪র্থ বর্ধ-৪র্থ সংখ্যা। বীরেনের মুখের দিখে চাহিল ; কহিল, “কি বীরেন, একটু ব্যন্ত দেখিতেছি। ζ. η -- বীরেন জানিত, ছবি কাহার। শচীশ শৈশবে মাতৃহীন হইয়াছিল ; ছবিখানি তাহার মৃত জননীর ; প্রত্যহ সকালে ও সন্ধ্যায় সে একবার করিয়া কিছুক্ষণের জন্য ছবিখানি দেখিত, তাহারপর জননীর চিত্রিত চরণযুগল মাথায় ছোয়াইয়া তাহার কর্ত্তব্যে ব্রতী হইত। পৃথিবীর কাহারও কাছে সে তাহার হৃদয়ের এই ঐকাস্তিক শ্রদ্ধাপ্রবণতা প্রকাশ করিয়া দেখাইতে রাজি ছিল না । ভাবপ্রবণতাসম্বন্ধে মানুষের নির্ম্মম সমালোচনাকে সে সব চেয়ে ভয় করিত। ৰীরেন তাহা জানিত, এবং চিরদিনই সে শচীশের তরুণ হৃদয়ের এই শ্রদ্ধার অভিব্যক্তিটিকে সন্ত্রমের দৃষ্টিতে দেখিয়া আসিয়াছে। “শুনিয়াছ, শচীশ, যতীশ নাকি’’-বীরেনের মুখের কথা শেষ হইবার পূর্ব্বেই এক তৃতীয় ব্যক্তি কক্ষমধ্যে প্রবেশ করিয়া কহিল, “ই বীরেন, যতীশ আবার তা হার বাল্যবন্ধুদের কাছে মেহের দাবী করিতে আসিয়াছে ! তোমরা যে তাহাকে অস্বীকারের দ্বারা কুষ্ঠিত করিবে না-ফিরাইয়া S DDBDB K LS SDDDDS BBBB DBDDLu SS DSL DBD DBBDLD DBu তাহার দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া দিল । বীরেন অগ্রসর হইয় তাহার হাত ধরিয়া কহিল, “যে বাল্যবন্ধু স্নেহের দাবী করিবার জন্য হৃদয়ের এত কাছে BB E DBDDB BBDD DDD sYSLD DBB LB DSS BDsBCLDS আজ আয় শচীশ ! তোর বাল্যবন্ধুকে অভিনন্দন কর ।” , नौन कथाbी कडक यूक्लि । বীরেন যাহাকে হৃদয়ের কাছে আনিয়া দাড় করাইয়া দিল, সে যে নির্ম্মল-সে যে অভিনন্দনযোগ্য। শচীশের তাহাতে বিন্দুমাত্র সন্দেহও ছিল না ! তখন সেই উদারপ্রাণ শচীশ দুই বাহু প্রসারিত করিয়া যতীশকে আলিঙ্গন করিল, মৃদুকণ্ঠে ডাকিল, “যতীশ !” ‘ক্ষমা করি ভাই ।” মিলনের আনন্দের মধ্যে অশ্রািজল কখন গণ্ড প্লাবিত করিয়া নামিয়া আসিয়াছে, তাহা তাহারা বুঝিতেই পারে নাই । SASECATR ({{ \se