পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v999 আর্য্যাবর্ত্ত । sí gé{— sí RN | Opper Yur আবার প্রসন্নমুখে দেখা দিয়াছে ; স্রোতস্বিনীর তরঙ্গভঙ্গে আর সে বিপুল গর্জন নাই ; আবিরত বর্ষণলঘু শুভ্র মেঘের দল আকাশের এক প্রান্ত হইতে অন্য প্রান্তে চলিয়া যাইতেছে ; সরসীর নীল জলে প্রস্ফুটিত কমলের মধুর সৌরভে আকৃষ্ট অলিকুলের মধুর গুঞ্জনে দিগবধূর শ্রবণ পুলকিত হইতেছে, নিশিশেষে ঝরিত শেফালীর স্নিগ্ধ গন্ধে দিকসমুদায় আমোদিত হইয়াছে ; ক্ষেত্রে ক্ষেত্রে পঙ্ক ধান্সের শীষ কঁপাইয়া বায়ু যেন স্বর্ণ-সমুদ্রে তরঙ্গ তুলিয়া বহিয়া যাইতেছে। পূজার ছুটীতে রমেশ বাড়ী আসিয়াছে পূজা চলিয়া গেলে এক দিন বৈকালে পিতাপুত্রে কথা হইতেছে। কথা আর কিছুই নহে, কেমন করিয়া কোথায় প্রভাৱ বিবাহ দেওয়া যায়, কোথায় সুপাত্রে পাওয়া যায়। রমেশ বলিল,-“ঈশ্বরের অনুগ্রহে প্রভার বিবাহ একরূপ স্থির হইয়াছে ; এখন আপনাদের অনুমতির অপেক্ষা ।” পিত কহিলেন, - “তুমি বিদ্বান, বুদ্ধিমান এবং প্রাপ্তবয়স্ক ; তোমার যাহাতে মত হইবে, আমার তাহাতে অমত হইবার কোন ও কারণ নাই৷ ” ‘তবুও এ বিষয়ে আপনার মতই প্রধান ।” “পাত্র কিরূপ ?” SDBB DD O0LSBBSBLDDBD TDBYSS KLL DBBBDBDD DBDDD DBDBDB Biig BBB SDBDSS SB DDTD DDDBDBDmt BD tBDD SS “বুঝিলাম’, সম্বন্ধ ভাল, কিন্তু আমরা এত টাকা কোথা হইতে দিব ?” “সে সুন্দরী সুশীলা পাত্রী চাহে । সে একবার আমাদের গ্রামের পাশ্বের গ্রামে আইসে ; তথায় প্রভার কথা শুনিয়া নিজেই তাহাকে দেখিয়া গিয়াছে ; খুব পছন্দও করিয়াছে। সে তাহার এক বন্ধুদ্বারা আমাকে তাহার অভিপ্রায় জানাইয়াছে। এখন আপনার এবং মাতাঠাকুরাণীর মত হইলে এই অগ্রহায়ণেই বিবাহ হইতে পারে।” “এ অতি অসাধারণ সুযোগ । ইহাকে জামাতা করিতে আপত্তি কি ? তোমার মাতাঠাকুরাণীর সম্বন্ধে নিশ্চিন্ত থাকি ; তোমার এবং আমার যাহা মত, তাহাতে র্তাহার অমত হইবে না । শুভাকার্য্যে বাধা অনেক, অতএব DBDB BBDD D BDBBB DB DBBDD DD BBDBB DLDDB BDD DBBDSS এই অপ্রত্যাশিত আনন্দ-সংবাদে অধীর হইয়া উমাতারাকে ইহা জানাবার জন্য রামশারণ তঁহার অনুসন্ধানে গেলেন ।