পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 . ਓ -st | DD BD DBBDiSiDiDBDBD DDBDB BDBDD BD DBD DBBBiiS चांकूनिऊ दिशेशी ऐछिंग । বসন্ত বাৰু চাটী জোড়াট পায়ে দিয়া কম্পিতহন্তে কর্ম্মচারীর নিকট হইতে রেহেনি তমণ্ডক ও হাওনােট লইয়া দ্রুতপদে বাটীর বাহির হইয়া গেলেন ও শীঘ্রই তাহার বৈবাহিকের সদর-দরজায় আসিয়া উপনীত হইলেন।-পশ্চাতে বৃদ্ধ লোচন মণ্ডল। এমন সময়ে সুশীলও ডাক্তার বাবুকে লইয়া উপস্থিত। সুশীলকুমার বসন্ত বাবুকে দেখিবামাত্র কঁাদিয়া উঠিল। বসন্ত বাবুর এখন আর লজ্জা নাই। তিনি অদম্য উৎসাহে হৃদয়ভাব গোপন করিয়া সকলের অগ্রে রোগীর গৃহভিমুখে গমন করিলেন এবং ডাক্তার বাবুকে উপযুক্ত ঔষধ দিবার জন্য বারংবার অনুরোধ করিলেন। । * বসন্ত বাবু দেখিলেন, তাহার পুত্র ও পুত্রবধু আঁহার অগ্রে আসিয়া শুশ্রুষায় S DBD BBBS BDBD DD BDB DDDB DBDB S DD DBDY বুঝিয়াছেন-মানুষের কতকগুলি বিশেষ বর্ত্তব্য আছে। সরস্বতী দেবতুল্য পিতৃকে মৃত্যুশয্যাশায়ী দর্শন করিয়া পরিণাম-চিন্তায় নিতান্ত অধীর হইয়া পদ্ভিদছিল। বসন্ত বাৰু দেখিলেন, সমস্ত অপরাধ আজ তাহার-তিনি সহস্ৰ ঋশ্চিক-দংশন-যাতনার ন্যায় যাতনা অনুভব করিতে লাগিলেন ও ডাক্তার বাবুকে বারংবার পরিণামসম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। দেখিতে দেখিতে রাত্রি ৩টা বাজিয়া গেল। সুশীলকুমার ও মন্মথনাথ চীৎকার করিয়া উঠিলেন। সঙ্গে সঙ্গে বাড়ীশুদ্ধ সমস্ত লোকের ক্রন্দ্রধ্বনি একত্র মিশ্রিত হইয়া গ্রামখানিকে অধীর করিয়া ফেলিল। মুকুজ্জে মহাশয়ের বাষ্ঠীতে হঠাৎ কি বিপদ হইল ভাবিয়া গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা সেই রাত্রি তিনটার সময় চুটিয়া আসিয়া বাড়ীর প্রাঙ্গণ পূর্ণ করিয়া ফেলিল । বসন্ত বাবু তাহার চিন্তান্বত্র ছিন্ন করিয়া ডাক্তার বাবুকে শারীর তাপ রক্ষার অন্য কোন উপায় আছে কি না, তাহাই জিজ্ঞাসা করিতে লাগিলেন। S DB BDDBDB BuBB DBDB BBDB DgiB BDBDBDB uDuD DDD DDD S তিনি ডাহার শেষ সম্বল মূল্যবান ঔষধ দুই দাগ স্বয়ং রোগীর মুখে ঢালিয়া দিলেন-কিন্তু ঔষধি গলাধঃকরণ করিবে কে ? রাত্রি ৩০ টার সময় রামতনু । মুখোপাধ্যায়ী নশ্বর দেহ পরিত্যাগ করিয়া কোন অজ্ঞাত লোকে যাত্রা করিলেন।