পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

धांव, ১৩২০ न মালে tष्ठंन ti * , . . $.ა s së sarian" aus dhe গিয়াছে। এই পথে গ্রন্থকার যে দুর্ঘটনার সংবাদ পাইয়াছিলেন, তাহ ፍቐ* 恕。 পথের বিপদ বুঝিতে পারা যায়।--“গুজরাট-নিবাসী প্রৌঢ় বয়স্ক এক পশ্লিষ্ট LLLLGLLLLSLLLLLLLL LL LLLLLLLLSLLLLLLSLLLLLSLLGLL LLL LLL LLLLLLLLSLLLLLLLLLL0 albumuona 陷 ... air পত্নী এবার এই উত্তরাখণ্ডের তীর্থযাত্রায় বাহির হইয়াছিলেন। ত্রিযুগীনারায়ণ, কেদার প্রভৃতি কয়েক স্থানে ঐ দম্পতির সহিত আমরা এক বাসায়। বাস করিয়া’ছ ও পরস্পর পরিচিত হইয়াছি। উহঁদের মধ্যে স্বামীর মূৰ্ছিরোগ ছিল। কিন্তু বহু তীর্থ ভ্রমণ করিষ্কাছেন, অবশিষ্ট উত্তরাখণ্ড পরিক্রমে র্তাহার একান্ত আগ্রহ থাকায় পত্নী তাহাকে লইয়া এই উৎকট যাত্রায় বহির্গত হইয়াছিলেন সর্বদা তিনি স্বামীর সঙ্গে সঙ্গে থাকিতেন ও প্রায়ই হাত ধরাধরি করিয়া চলিতেন। অদ্যও গৌরীকুণ্ড হইতে উভয়ে পূর্ববৎ সাবধানে রওনা হইয়াছেন, কিন্তু নিয়তি কে অতিক্রম্ব করিতে পারে ? কিয়দর আসিয়া মন্দাকিনীর অতি উচ্চ চড়াই-পথে স্বামীর মূৰ্ছি উপস্থিত হইল। এই সময় কি গতিকে জানি না, নিমিষের জন্য স্ত্রীটি তঁহার সঙ্গ ছাড়া হইয়াছেন । এ দিকে স্বামী মূৰ্ছাবশে পর্ব্বতের দিকে হেলিয়া পর্ব্বতে ৬তিহত হইয়া পুনর্ব্বার কিনারায় আসিয়া সুদূর গভীর খাদে পড়িয়া গেলেন। আর কি রক্ষা আছে? 'চক্ষুর নিমিষে প্রবলবেগে দুর্ভাগ্য স্বামী একবারে দুই । মাইল আন্দাজ নীচে পতিত হইলেন। সর্ব্বাঙ্গ চূর্ণ ও রুধিরাপ্লাত অবস্থায় তৎক্ষণাৎ তাহার মৃত্যু হইল। ভক্তির প্রবল উত্তেজনা ব্যতীত কেহই এই রূপ। দুৰ্গম পথে-অজস্র অসুবিধা অতিক্রম করিয়া অগ্রসর হইতে পারে না । পণ্ডিত মহাশয়কেও এই পথে নানারূপ বিপদ অতিক্রম করিতে হইয়াছিল ; গ্রন্থের ভাষা সরল, কিন্তু সর্ব্বত্র সরস। বর্ণনাগুলি হৃদয়গ্রাহী । গ্রন্থকার হিন্দুধর্ম্মের কেন্দ্র কাশী হইতে যাএ। অরম্ভ করিয়া বিশেষ কবিত্বময়, কৌশল অবলম্বন করিয়াছেন। “হিন্দুজাতির যাইবার বা জুড়াইবার এমন স্থান ভারতে আর দ্বিতীয় আছে কি ?” সুযোগ পাইলেই গ্রন্থকার কাশী ধামে যাইয়া থাকেন; ১৩ ৬ সালেও গিয়াছিলেন।–“কিন্তু এবার আসিয়া পূর্ব্বেৰ ন্যায়। এখানে চিত্ত স্থির হইতেছে না কেন ? স্থির না হইয়া বরং অতি, অর্থগত দূর-দূরান্তরেই ধাবিত হইতেছে, ইহারই বা কারণ কি ? বিশ্বপাবনী বারাণসি, তোমার আনন্দময় ক্রোড়ে অবস্থিতি করিয়াও আজি बांबाबू চিত্তের সুস্থিতি নাই কেন মা ? তুমি পবিত্র ভারতের পবিত্রতম তীর্থভূমি, সদানন্দময় দেব-দেবের নিত্যানন্দময়ী রাজধানী, তোমার প্রত্যেক কঙ্কর। সর্ব্বজ্ঞানময় শঙ্কর, তোমার কিসের অভাব আছে মা, যে, তোমার ক্রোড়ে