পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৫৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ঃ ০ আর্য্যাবর্ত্ত। ৪র্থ বর্ধ-শুষ্ঠ সংখ্যা। করিতে হয় নাই। ঘরের চালের উপর দিয়া এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত গ্রাম প্রদক্ষিণ করিয়াছি। সে গ্রামে একখানি পর্ণকুটীরও মাথা খাড়া ব্রজগোপাল কাল চলিয়া গিয়াছে। কলিকাতা হইতে আরও কয়েকটি মেডিক্যাল কলেজের ছাত্র আসিয়াছেন। তঁহাদের একজনের উপর হাসপাতালের কার্য-ভাৱ দিয়া আজ একাই এক দিকে নৌকাযোগে বিতরণকার্য্যে চলিলাম। ব্রজগোপালের অভাব আজি বড় মনে হইতেছিল। অন্য जचौद्ध eरमांकन नांहै। সম্পূর্ণ নূতন দিকে আজ আসিয়াছি। এ দিকে রিলিফের নৌকা পূর্কে আইসে নাই। বিতরণ করিতে করিতে বহুদূর অগ্রসর হইলাম। সহসা মনে পড়িল, আজ শুক্রবার না ? বন্ধুবরকে কথা দিয়াছি ; আজ নিমন্ত্রণ রক্ষা করিতেই হইবে। বিতরণের কার্য্য প্রায় শেষ হইয়াছে। বেলাও প্রায় অবসান। মাঝিকে জোরে নৌকা বাহিতে বলিলাম। আমিও লাগি ধরিলাম। সন্ধ্যার গাড়ীতে যাইতেই ८ ।। গ্রামের পার্শ্ববর্ত্তী বিলের উপর দিয়া নৌকা চলিতেছিল। অস্তগামী সুর্য্যের রক্তরশ্মিরেখা জলমগ্ন কুটীর ও ধ্বংস স্তুপের উপর পড়িয়া যেন বিদ্রুপের इनि छानिgङछेिछ । চারি দিক নিস্তব্ধ, বিহগের কলগীতিও আজ শুনা যাইতেছে না। পল্লীর DB LBDBDDDB BDDYS uBB DB i uB DB uDS BDB DDD শুধু ধ্বংসের ভীষণ দৃশ্যই দেখিয়া আসিয়াছি। পূর্বে যে স্থান নরনারীর, বালকবালিকার আনন্দ-কলরবে মুখরিত হইত, আজ সে স্থানে শুধু শোকার্ডের হৃদয়তোিদী হাহাকার, অভাবগ্রস্তের আকুল দীর্ঘশ্বাস ও ক্রন্দন! এমন সুন্দর সংসারে রুদ্রের এ ভীম মূর্ত্তি কেন ? ? * * অত্যন্ত অন্যমনস্ক হইয়াছিলাম। মাবিও সম্ভবতঃ আমারই মত আনমনে নৌকা বাহিতেছিল। সহসা গ্রামের পথে দৃষ্টি আকৃষ্ট হইল। বাকের মোড়ে S BBBB BBuBD BDBB BDD DDSDD BBBD D DBDDDD DDD যেন বলিল। . . . S BDDS DB SEDDDB BDDSi S BBDSDDDBDS সায়াছের অন্তগামী স্বর্য্যালোক তাহার বিবর্ণ আননের উপর পািড়য়াছিল।