পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন, ১৩২০ ! ? ] ग९ शा। ९. 8 মহালক্ষ্মী আর কিছু বলিলেন না। দেবনাথ চলিয়া যাইলেন। . . . . গৃহগাত্রে মিশ্রীদিগের যন্ত্রের আঘাত-শব্দে মহালক্ষ্মীর মনে হইতে লাগিল, আঘাত যেন তঁহারই বক্ষে বাজিতেছে। তিনি দীর্ঘশ্বাস ত্যাগ করিলেন । , S BDBB BB DBDBDDD DDD DD DDDS KLBDB DDBDSDS বংশের বংশধরের জননী হইয়া সৌদামিনী যেন সৰ্বেসর্ব্বা হইয়া উঠিল। " কিন্তু মহালক্ষ্মীর ভাগ্যেও যেন কিছু শান্তিলাভের অবকাশ ঘটিল। ছেলেরা: সব ভার তঁহাকে দিয়া সৌদামিনী যেমন নিশ্চিন্ত হইল, সে ভার লইয়া । তিনিও তেমনই নিশ্চিন্ত হইলেন। কয় মাস পরে দেবনাথ পশ্চিমে যাইবার উদ্যোগ করিলেন। দুই বৎসর পূর্বে তিনি পশ্চিমে গিয়াছিলেন, কিন্তু বৈষয়িক কায্যের ঝঞ্জাটে গয়ায় যাওয়া । হয় নাই। তাই এবার তিনি গয়ায় পিতৃপুরুষের পিণ্ড দিয়া কাশীধামে । DDBDBB DBD DD DB BB DDB DD BBBD LiBS সৌদামিনীও জিদ করিল, সে সঙ্গে যাইবে। দেবনাথ বিব্রত হইলেন ; কিন্তু সৌদামিনীকে তর্কে পরাস্ত করিতে পারিলেন না। ছেলে ধাত্রীর কাছে আর মহালক্ষ্মীর কাছে থাকে-সে জন্য সৌদামিনীর যাওয়া নিবারণ হয় না। আবার কবিরাজ মহাশয়ও বলিলেন, পশ্চিমের হাওয়ায় তাহার। শরীর অতি সত্বর পূর্বস্বাস্থ্য লাভ করিবে। শেষে দেবনাথ তাহাকে সঙ্গে লইয়া যাইতে সম্মত হইলেন। । মহালক্ষ্মীর যাইবার কথা দেবনাথাও বলিলেন না, মহালক্ষ্মীও বলিলেন । না। পুর্ববার তিনি স্বামীর সঙ্গে তীর্থদর্শনে গিয়াছিলেন। এবার তিনি “ ছেলে লইয়া-সংসার আগলাইয়া গৃহে রহিলেন। সেবার বিন্দি ঘাইতে । পায় নাই। এবার সে যাইতে চাহিল। তাহাকে লইবার ইচ্ছা সৌদামিনীর বড় ছিল না ; কিন্তু সে অনেক বলিয়া সৌদামিনীর সঙ্গে যাইবার অনুমতি । যাইবার দিন সৌদামিনীকে লোহার সিন্দুক হইতে সব গহনা বাহির । করিয়া হাত-বাৰে তুলিতে দেখিয়া বিন্দি ঘলিল,-“বিদেশে যাইবে, এত | টাকার জিনিস সঙ্গে লইবে ?” . . .