পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুর্ন দিকের পথ ধরিয়া গিরণ ও অনিষ্ঠ খৃষ্ট্রমন্দ যোগ অর্থ দুর্গাইলা । আসিয়াখেন। শঙ্কর অনুসরকল্প বহির্ভূত হইয়া পড়িঙ্গাইন মনে কািরয়া । র্তাহারা অর্থের গতি আরও মদীভূত করিয়া দিলেন। এখন আঁর আঁনিৰ্দয় । প্রতি বাক্যালাপ বন্ধ করিবার সে কঠোর আদেশ নাই। কিন্তু শল্যবিমূঢ়া ! অনিদ্যা এখনও বিনা প্রয়োজনে স্বতঃপ্রবৃত্ত হইয়া কোন কথা কঁহিত্যে সাইল । করিতেছিলেন না। দুই জনে এখন প্রায় পাশাপাশি যাইতেছিলেন। স্টুর্যো- ? দায়ের অল্পক্ষণ পরেই পশ্চাদভাগৈ দ্রুতধাবমান আঁখের ক্ষুর শব্দ দম্পতীরে কীর্ণ । প্রবেশ করিল। দুই জনেই অশ্বের মুখ ফিরাইলেন; দেখিলেন যে, আঁক্টাম । দশ জন আশ্বারোহী তীরবেগে তাহদের দিকে আসিতেছে । সকলেরই করে দীর্ঘ বর্শ ; সেই সুশাণিত অস্ত্রসমূহ সূর্য্যকিরণে বক্‌মক্‌ করিতেছিল। কিঞ্চিৎ ৷ নিকটবর্ত্তী হইলে তঁহােঁরা অগ্রবঞ্জাঁ অশ্বারোহীকে শিবালিক বলিয়া চিনিষ্ঠ । পারিলেন। অনিন্দর্য্যাকৈ কিয়দূরে সরিয়া যাইতে আদেশ করিয়া গিরণ দৃঢ় হণ্ডে । বর্ণটি লইয়া আক্রমণকারিগণের অভিমুখে অশ্ব টুটাইয়া দিলেন। মূহুর্ত্তন্মধ্যে - তিনি শক্রগণের মধ্যে আসিয়া পড়িলেন। শিবালিক তাহার আক্রমণ এডু ? ইয়া পার্শ্বদিকে সরিয়া পড়িয়াছিল। ক্ষিপ্তপ্রায় গিরণের ভীম বর্শাখাতে । একজন অশ্বারোহীভূতলশায়ী হইল। তখন একযোগে সকলে আসিয়া”তার্থীকে । আক্রমণ করিল। কিন্তু কি চমৎকার তাহার অন্ত্রশিক্ষা! একাকী তিনি দশজন যোদ্ধার অন্ত্রাঘাত হইতে আত্মরক্ষা করিতে লাগিলেন। আর গিরণের সৌভাগ্যক্রমে সম্মুখের তীব্র রবিকর তাহদেয় চক্ষু ধাধিয়া দিতেছিল।" | সকলেই যখন বিভিন্ন দিক হইতে র্তাহাকে আঘাত করিতে উদ্যত তখন গিরণ সহসা 'অতির্কিত ভাবে শিবালিককে এমন এক প্রচণ্ড আঘাত করিলেন যে, তাহাঁতেইসে হতজ্ঞান হইয়া”অশ্বগৃষ্ঠ হইতে ভূপতিত হইল। দলপতির সাধিসেই অঙ্গুচরগণের সাহস। তাহারা যখন শিবলিঙ্ককে ভূতলশায় । দেখিল, তখন যে কয়জন বাঁচিয়াছিল, তাহারা উৰ্দ্ধশ্বাসে পলায়ন কৱিণ্ডে । amffibrefi দূর হইতে অনিদ্যা স্বামীর অদ্ভুত রণকৌশল দেখিতেছিলেন। অমঙ্গল । আশঙ্কায় তাহার হৃদয় কম্পিষ্ঠ হইতেছিল। তিনি কাতরভাবে ভগবানিয়া । নিকট বিপন্মুক্তিগ্ন জন্য প্রার্থনা করিতেছিলেন। পরে যখন শত্রুগণকে নিহািঙ’ । ও পদায়িত দেখিলেন, তখন তিনি আনন্দে আত্মহারা হইয়া ভগবানকে ধষ্ঠা- ।