পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . . در : * :: ... . . . . : ་, . ذہن : ، ܐ݂ܳ . . ်မှိ g", .. . . . . E. . . ".., . . . . བ་ ஆ8?S' . . . sf ۹ - ۹۹jl || ఫిబ్త్యో ':', • • . . . . . .

.. .བ ” و = .

। परन ब्राशन बल्गरे डिमि चौ श्दन ! हिः!! भाषांद्र यान चानक मि হইতেই এ আশা ছিল। নাহিলে তিনি এত দিন মেয়ের বিবাহের বিশেষ চেষ্টা করেন নাই কেন ? মহালক্ষ্মী শয্যায় শয়ান স্বামীর দিকে চাহিলেন, আর কক্ষপ্রাচীরে বিলম্বিত দর্পণে আপনার প্রতিবিম্ব দেখিলেন। স্বামীর সঙ্গে তুলনায় তাহার রূপহীনতা যে এত অধিক, তাহা তিনি কখনও মনে করেন নাই—মনে করিবার কারণ ঘটে নাই। স্বামী অতিক্রান্ত-যৌবন সত্য ; কিন্তু দুর্ভাবনাবিরহিত বলিষ্ঠ সুপুরুষের সৌন্দর্য্য যৌবনের সঙ্গে সঙ্গে অন্তহিত হয় নাই, বরং প্রৌঢ়ের গাজীর্য্যে সে সৌন্দর্য্য যেন স্নিগ্ধতা ও পূর্ণতা লাভ করিয়াছে। আর যৌবনের ঐঙ্গজালিক স্পর্শের্তাহার রূপহীন দেহে যে লাবণ্য বিকশিত হইয়াছিল, তাহা আজ অন্তৰ্হিত ; তাই বসন্তের পর নিদাঘে ধারণীকে যেমন অত্যন্ত নীরস ও ! LLDD BES DBBDBB BDBDD SBBD BBBDBDS SqS DDDiDBD মহালক্ষ্মীর পক্ষে এই প্রথম। সে অনুভূতিতে তিনি একটু চঞ্চল হইলেন। সেই সময় দেবনাথ জিজ্ঞাসা করিলেন,-“মেয়েটির এত দিন বিবাহ হয় নাই কেন ?” । মহালক্ষ্মী বলিলেন,-“তোমাকে না পাইলে উহার ফুল ফুটিবে না। “মেয়েটির বয়স হইয়াছে!” “তোমার সঙ্গে কি আর কচি খুকীর মানাইবে ?” “অমন রূপসীর এতদিন বিবাহ হয় নাই!” > দেবনাথের কথা মহালক্ষ্মীর বক্ষে প্রবল আঘাতের মত বোধ হইল। তবে স্বামী এতক্ষণ সৌদামিনীর কথাই ভাবিতেছিলেন ; আর সৌদামিনীর রূপ তাহার কাছে এতই ভাল বোধ হইয়াছে! মহালক্ষ্মীর বক্ষে অভিমানের বিষম বেদনা-অনুভূত হইল। তিনি স্বামীর কথার কোন উত্তর দিতে তাহার পর প্রবল অভিমানের বেদনা জয় করিয়া মহালক্ষ্মী আত্মত্যাগের সঙ্কল্প করিলেন। তিনি বলিলেন,-“দেখ, ভাবিয়া দেখিলাম, মামার সঙ্গে । ব্যবহারটা ভাল হয় নাই।” । * দেবনাথ বলিলেন,- “আমিও তাঁহাই ভাবিতেছিলাম। কিন্তু আর |