পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন ১৩২০ ৷৷ 9छ-6न?ांक । sire পায়ায় উচ্চ শিক্ষার কোন বন্দোবস্তু নাই। পূর্বে একটি হাইস্কুল । প্রতিষ্ঠিত হইয়াছিল; কিন্তু স্থায়ী হয় নাই। আধুনিক গভর্ণর বাহাদুরের ॥ মাইনর স্কুল প্রতিষ্ঠার অতিপ্রায় ছিল। কিন্তু তিনি সে কাযে কতদূর কৃতকার্য্য হইতে পারিয়াছেন, বলিতে পারি না। ’ পাল্পায় ব্যবসা-বাণিজ্য সামান্য। বাজারটি ক্ষুদ্র। কতকগুলি লোক গোরক্ষপুর অঞ্চল হইতে সকল প্রকার আবশ্যক দ্রব্যাদি লইয়া এই স্থানে বিক্রয় করে। ধান্য ব্যতীত অপর সকল সামগ্রী মহার্ঘ। এক ঘর হিন্দুস্থানী । ময়রা ও এক ঘর নাপিত স্থানীয় অভাব দূর করে। পাল্প-নেপালের গভর্ণর বাহাদুরের নাম মেজর জেনারেল শের শমসের জঙ্গ রাণা বাহাদুর। নেপালের প্রধান মন্ত্রী ইহঁর বৈমাত্রেয় ভ্রাতা। ইহঁর চারি পুত্র ও অনেকগুলি কন্যা তখন ছিল। তিন পুত্রের শিক্ষার ভার আমার উপর ছিল। আমার ছাত্রািত্রয় দেখিতে সুন্দর, বলবান ও সাহসী ছিল। শুনিয়াছিলাম, যখন তৃতীয়টির বয়স কেবল ৮ বৎসর তখন সে এক আঘাতে মহিষ-শাবক বধ করিয়াছিল। ইহাদের অশ্বারোহণে বিশেষ বুৎপত্তি । ছিল। কিন্তু লিখাপড়ায় ইহারা অত্যন্ত অমনোযোগী ছিল। আমায় শিক্ষার কার্য্য ব্যতীত অন্যান্য কাব্যও সময় সময় করিতে হইত। ফুটবলক্রিকেট প্রভৃতি । ব্যায়াম-শিক্ষার ভার ক্রমে আমার উপর ন্যস্ত হইল। নেপালে আইনানুযায়ী বহুবিবাহ প্রচলিত আছে। গভর্ণর বাহাদুর নব্যশিক্ষায় শিক্ষিত ব্যক্তি ; সুতরাং একাধিক দার গ্রহণ করেন নাই। তিনি। নেপাল দরবারের বিখ্যাত ৮:কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের প্রিয়তম । ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোনও পরীক্ষায় উত্তীর্ণ হয়েন নাই বটে, কিন্তু সদা সর্ব্বদা সংবাদপত্রাদি অধ্যয়নপূর্বক নিজের জ্ঞান মার্জিত ও বদ্ধিত করিয়াছিলেন। বাল্যবিবাহ-প্রথা নেপালে প্রচলিত। বিবাহের পূর্বে কোন সদ্বংশীয় কন্যাকে ভাবী শ্বশুরালয়ে আনিয়া রাখা হয়। এইরূপ কন্যা আনাকে “তোলা’ কহে। দুই বা ততোহধিক বৎসরাবধি ভাবী পতি-গৃহে বাস করিয়া পাত্রী মনোনীত হইলে মহাসমারোহে বিবাহ সুসম্পন্ন হয়। এখানে ক্ষত্রিয়গণের মধ্যে অনুলোম অসবর্ণ-বিবাহ চলিত আছে। সেই জন্য : পতি পত্নীর স্পষ্ট অন্ন ভোজন করেন না। রাজ-পরিবারের মধ্যে কতকগুলি বিস্ময়কর আচার-পদ্ধতি শুনিয়া আসিলাম। মাতা পূর্ণগর্ভবতী হইলে শিশুর স্তন্যপানের জন্য পূর্বেই ধাত্রী অন্বেষণ করিয়া রাখা হয় । সন্তান