পাতা:রবীন্দ্র-রচনাবলী (অষ্টম খণ্ড) - সুলভ বিশ্বভারতী.pdf/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহুয়া আমার আহুতি দিনশেষে করিলাম সমৰ্পণ তোমার উদ্দেশে । er a sea জীবনের পূর্ণ পরিণাম । এ প্ৰণতি’-পরে সম্পর্শ রাখো স্নেহভরে । তোমার ঐশ্বৰ্য-মাঝে সিংহাসন যেথায় বিরাজে করিয়ো আহবান, সেথা। এ প্ৰণতি মোরা পায় যেন স্থান । [ বাঙ্গালোর । আষাঢ় ১৩৩৫ } নৈবেদ্য তোমারে দিই নি সুখ, মুক্তির নৈবেদ্য গেনু রাখি রজনীর শুভ্ৰ অবসানে ; কিছু আর নাহি বাকি, নাইকো প্রার্থনা, নাই প্ৰতি মুহুর্তের দৈন্যরাশি, নাই পিছে ফিরে দেখা । শুধু সে মুক্তির ডালিখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি । আষাঢ় ১৩৩৫ ] r| || M2