পাতা:রবীন্দ্র-রচনাবলী (অষ্টম খণ্ড) - সুলভ বিশ্বভারতী.pdf/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিরকুমার-সভা 88S নীরবালা । দিদি নেই, তুমি একলা পড়ে আছ বলে দয়া করে মাঝে মাঝে দেখা দিয়ে যাই, তার উপরে আবার জবাবদিহি ? অক্ষয় । দয়াময়ী চোর, শূন্য হৃদয়টা চুরি করবার জন্যে শূন্য ঘরে উকি ঝুকি ? মতলব কি বুঝি নে ? 5R ওগো দয়াময়ী চোর ! এত দয়া মনে তোর ! বড়ো দয়া করে কণ্ঠে আমার জড়াও মায়ার ডোর ! বড়ো দয়া করে চুরি করে লিও শূন্য হৃদয় মোর। নীরবালা । আমাদের এমন বোকা চোর পাও নি। এখন হৃদয় আছে কোথায় যে চুরি করতে আসব। অক্ষয় । ঠিক করে বলে দেখি হতভাগা হৃদয়টা গেছে কত দূরে । নৃপবালা । আমি জানি মুখুজেমশায় । বলব ? ৪৭৫ মাইল । নীরবালা । সেজদিদি অবাক কারলি । তুই কি মুখুজ্জেমশায়ের হৃদয়ের পিছনে পিছনে মাইল গুনতে গুনতে ছুটেছিল নাকি । নৃপবালা । না ভাই, দিদি কাশী যাবার সময় টাইমটেবিলে মাইলটা দেখেছিলুম। অক্ষয় । 히국 চলেছে ছুটিয়া পলাতকা হিয়া, বেগে বহে শিরা ধমনী । হায় হায় হায় ধরিবারে তায় পিছে পিছে ধায় রমণী । বায়ুবেগভরে উড়ে অঞ্চল, লটপট বেণী দুলে চঞ্চলএ কী রে রঙ্গ, আকুল-অঙ্গ ছুটে কুরঙ্গগমনী । নীরবালা । কবিবর, সাধু সাধু । কিন্তু, তোমার রচনায় কোনো কোনো আধুনিক কবির ছায়া দেখতে পাই RN অক্ষয় । তার কারণ, আমিও অত্যন্ত আধুনিক ! তোরা কি ভাবিস তোদের মুখুজ্জেমশায় কৃত্তিবাস ওঝার যমজ ভাই। ভূগোলের মাইল গুনে দিচ্ছিাস, আর ইতিহাসের তারিখ ভুল ? তা হলে আর বিদুষী শ্যালী থেকে ফল হল কী । এতবড়ো আধুনিকটাকে তোদের প্রাচীন বলে ভ্ৰম হয় ? নীরবালা । মুখুজেমশায়, শিব যখন বিবাহসভায় গিয়েছিলেন তখন তার শ্যালীরাও ঐরকম ভুল করেছিলেন, কিন্তু উমার চোখে তো অন্যরকম ঠেকেছিল । তোমার ভাবনা কিসের, দিদি তোমাকে আধুনিক বলেই জানেন । অক্ষয় । মূঢ়ে, শিবের যদি শ্যালী থাকত তা হলে কি তঁর ধ্যানভঙ্গ করবার জন্যে অনঙ্গদেবের দরকার ইত । আমার সঙ্গে তার তুলনা ? নৃপবালা । আচ্ছ মুখুজেমশায়, এতক্ষণ তুমি এখানে বসে বসে কী করছিলে । অক্ষয় । তোদের গয়লাবাড়ির দুধের হিসেব লিখছিলুম। নীরবালা । (ডেস্কের উপর হইতে অসমাপ্ত চিঠি তুলিয়া লইয়া) এই তোমার গয়লাবাড়ির হিসেব ? হিসেবের মধ্যে ক্ষীর-নবনীর অংশটাই বেশি। অক্ষয় । (ব্যস্তসমস্ত) না না, ওটা নিয়ে গোল করিস নে, আহা, দিয়ে যানৃপবালা । নীরুভাই, জ্বালাস নে, চিঠিখন ঔকে ফিরিয়ে দে- ওখানে শ্যালীর উপদ্রব সয় না । কিন্তু খুজেমশায়, তুমি দিদিকে চিঠিতে কী বলে সম্বোধন কর বলো-না।