পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; চতুর্থ সৰ্গ। SSS) কিয়াৎ দুর গমন করিয়া দেখিলাম, পুরবাসিনীগণ, আমোদে উন্মত্ত প্ৰায় হইয়া, মনোহর বেশ ভুষা, সমাধান পুৰ্ব্বক, রাজপথ রুদ্ধ করিয়া, বীনসের প্রশংসা কীৰ্ত্তন করিতে করিতে র্তাহার অর্চনার্থ তদীয় মন্দিরাভিমুখে প্ৰস্থান করিতেছে । তাহারা পরম ৰূপবতী বটে, কিন্তু কুলকামিনীদিগের শালীনতাপুৰ্ণ ৰূপ লাবণ্য অবলোকন করিলে, অন্তঃকরণে যেৰূপ নিৰ্ম্মল প্ৰীতিরসের সঞ্চার হয়, তাহাদিগকে নিরীক্ষণ করিয়া কোন ক্রমেই সেৰুপ হইল না । যে সকল লক্ষণ থাকিলে স্ত্রীলোকের ব্ৰহ্মপ লাবণ্যের মাধুরী ও মনোহরতা সম্পন্ন হয়, তাহাদের আকার প্রকারে তাহার একটিও লক্ষিত হইল না । BBBBDSSYDLYBS S S BDDS SBBDDD L LLL SSDDDDDDLDDDD কুলকামিনীর কোন লক্ষণই দেখিতে পাইলাম না । স্পষ্ট বোধ হইতে লাগিল, তাহারা কটাক্ষবিক্ষেপাদি দ্বারা রাজপথাবাহী পুরুষদিগের অন্তঃকরণে মদনানল উদদীপিত করিবার চেষ্টা করিতেছে এবং ঐ চেষ্টায় অন্য অপেক্ষা অধিকতর কৃতকাৰ্য্য হইবার নিমিত্ত, সকলেই বিলক্ষণ প্ৰয়াস পাইতেছে । এই সমস্ত অবলোকন করিয়া তাহদের উপর আমার অত্যন্ত ঘূণা ও দ্বেষ জন্মিল এবং আমাকে প্ৰীত ও মোহিত করিবার নিমিত্ত তাহারা ষে আয়াস ও যত্ন করিতে লাগিল তাহাতে, প্রীতিলাভ দুরে । থাকুক, বরং আমি অত্যন্ত অসন্তুষ্ট হইয়া উঠিলাম । tD DB BDBBBS DBDBBD DBBDBDS LBDD BDLDDS আমি তাহার অন্যতমে নীত হইলাম ; দেখিলাম উহা অতি মনোহর প্রস্তরে নিৰ্ম্মিত ও সুঘটিত প্ৰকাণ্ড স্তম্ভসমুহে