পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G বিলেত থেকে ফিরে এসে দেখি কণির হয়েছে বিয়ে । মাথায় উঠেছে লালপোড়ে আঁচল, কপালে কুঙ্কুম, শান্তগভীর চোখের দৃষ্টি, স্বর হয়েছে গম্ভীর । আমি কলকাতায় রসায়নের কারখানায় ওষুধ বানিয়ে থাকি । আমার দিনের পর দিন চলেছে কর্মচক্রের স্নেহহীন কর্কশধ্বনিতে একদিন কণির কাছ থেকে চিঠিতে এল দেখা করতে অনুনয় । গ্রামের বাড়িতে ভাগনির বিয়ে, স্বামী পায় নি। ছুটি, \e eo elo (33 oCo বাবা গেছেন হুসিয়ারপুরে বিবাহে মতবিরোধের অ্যাক্ৰোশে । মনেকদিন পরে এসেছি। গ্রামে, এসেছি। প্ৰতিবেশিনীর সেই বাড়িতে