পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Վ) Գ মন বলছে, ডাকো ডাকো, ঐ ভেসে-যাওয়া পারের খেয়ার আরোহিণী, ওকে একবার ডাকো ফিরে ; দিনান্তের সন্ধ্যাদীপটি তুলে ধরে ওর মুখের দিকে ; করে ওকে বিদায়বরণ । বলে, “তুমি সত্য, তুমি মধুর, তোমারই বেদনা আজ লুকিয়ে বেড়ায় বসন্তের ফুলফোটা আর ফুলঝরার ফঁাকে । তোমার ছবি-আঁকা অক্ষরের লিপিখানি সবখানেই, নীলে সবুজে সোনায় রক্তের রাঙা রঙে ৷” তাই আমার আজ মন ভেসেছে পলাশবনের চিকন ঢেউয়ে, ফাটা মেঘের কিনার দিয়ে উপচে পড়া আচমকা রোদ দুরের ছটায়। শান্তিনিকেতন ৩ জুন, ১৯৩৬