পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ワーQ তার ডায়ারিতে আছে লেখা, “যাকে ভালোবেসেছি সে ছিল অন্য মানুষ ; চিঠিতে যার প্রকাশ, এ তো সে নয়।” এদিকে কুশলের বিশ্বাস তার চিঠিগুলি গদ্যে মেঘদূত, বিরহীদের চিরসম্পদ । আজ সে হারিয়েছে প্ৰিয়াকে কিন্তু মন গেল না চিঠিগুলি হারাতে— ওর মমতাজ পালালো, রইল তাজমহল। নাম লুকিয়ে ছাপালো চিঠি ‘উদভ্ৰান্তপ্রেমিক” আখ্যা দিয়ে। নবনীর চরিত্র নিয়ে বিশ্লেষণ ব্যাখ্যা হয়েছে বিস্তর । কেউ বলেছে, বাঙালির মেয়েকে লেখক এগিয়ে নিয়ে চলেছে। ইবসেনের মুক্তিবাণীর দিকে ; কেউ বলেছে, রসাতলে । অনেকে এসেছে আমার কাছে জিজ্ঞাসা নিয়ে ; আমি বলেছি, “আমি কী জানি।” বলেছি, “শাস্ত্ৰে বলে, দেব ন জানন্তি ।” পাঠকবন্ধু বলেছে,—