পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঞ্চিত ফুলিদের বাড়ি থেকে এসেই দেখি পোস্টকার্ডাখানা আয়নার সামনেই, কখন এসেছে জানিনে তো । মনে হল, সময় নেই একটুও ; গাড়ি ধরতে পারব না বুঝি। বাক্স থেকে টাকা বের করতে গিয়ে ছড়িয়ে পড়ল শিকি দুয়ানি, কিছু কুড়োলেম, কিছু রইল বা, १ा'zन @ठे श्व् ना । কাপড় ছাড়ি কখন । নীলরঙের রেশমি রুমালখানা দিলেম মাথার উপর তুলে কঁাটায় বিধে । চুলটাকে জড়িয়ে নিলুম কোনোমতে, টবের গাছ থেকে তুলে নিলুম চন্দ্ৰমল্লিকা বাসন্তীরঙের । স্টেশনে এসে দেখি, গাড়ি আসেই না ; জানিনে কতক্ষণ গেল।-- পাঁচ মিনিট, হয়তো বা পচিশ মিনিট