পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 GQ মেয়ের হাতের সাহাস্য অপমান DBBSY DL DLuK BDBBDBD BDD তখনও আমার ছিল অল্প দূরে তাই শাসনকর্তা ছুটত ওর অনুসরণে, প্ৰায় পৌছতে পারে নি লক্ষ্যে । ওর বিলীয়মান শব্দভেদী হাসি শুনেছি দূর থেকে, হাতের কাছে পাই নি কোনো দায়িত্ববিশিষ্ট জীব কোনো বেদনবিশিষ্ট সত্তা । এমনিতরো ছিল আমাদের আদ্যযুগ, ছোটো মেয়ের উৎপাতে ব্যতিব্যস্ত । দুরন্তকে শাসনের ইচ্ছা করেছি পুরুষোচিত অসহিষ্ণুতায় ; শুনেছি ব্যর্থচেষ্টার জবাবে তীব্রমধুর কণ্ঠে,- “দুয়ো, দুয়ো, দুয়ো ।” বাইরে থেকে হারের পরিমাণ বেড়ে চলেছে। যখন তখন হয়তো জিত হয়েছে। শুরু ভিতর থেকে ।