পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপর পক্ষ সময় একটুও নেই। লাল মখমলের জুতোটা গেল কোথায় ; বেরোল খাটের নিচে থেকে । গলার বোতাম লাগাতে লাগাতে গেছি চৌকাঠ পর্যন্ত, হঠাৎ এলেন বাবা । আলাপ শুরু করলেন ধীরে সুস্থে ; খবর পেয়েছেন দুজন পাত্রের, মিনির জন্যে । তঁর মনটা একবার এর দিকে ঝুকেছে, একবার ওর দিকে ঘড়ির দিকে তাকাচ্ছি। আর উঠছি ঘোমে । রাস্তায় বেরোলেম ; হাওড়ায় গাড়ি আসতে বারো মিনিট । বুকের মধ্যে রক্তবেগ মন্দগতি সময়কে মারছে ঠেলা ট্যাক্সি ছুটিল বে-আইনি চালে হ্যারিসন রোড, চিৎপুর রোড, झांeछा विक, न' भिनित्र दांकि । দুৰ্ভাগ্য। আর গোরুর গাড়ি আসে যখন আসে ভিড় ক’রে । রাস্তাটা পিণ্ডি পাকিয়ে গেছে পাট-বোঝাই গাড়িতে হঁাক ডাক আর ধাক্কা লাগালে কনিস্টবল ; নিরেট আপদ, ফাক দেয় না কোথাও । ,