পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O শেষে দেখা দিল হাবড়া স্টেশন । চাইলেম না জানালার বাইরে, মনে স্থির ক’রে আছিখুজিতে খুজতে আমাকে আবিষ্কার করবে। একজন এসে, তারপরে দুজনের হাসি । বিয়ের কনে, টোপার-হাতে আত্মীয়স্বজন, সবাই গেল চলে । কুলি এসে চাইলে মুখের দিকে ; দেখলে গাড়ির ভিতরটাতে মুখ বাড়িয়ে, কিছুই নেই । যারা কনেকে নিতে এসেছিল গেল চলে । যে-জনস্রোত এ মুখে আসছিল ফিরল গেটের দিকে । , গট্ৰগাঢ় ক’রে চলতে চলতে গার্ড আমার জানালার দিকে একটু তাকালে ; ভাবিলে, মেয়েটা নামে না কেন । মেয়েটাকে নামতেই হল । এই আগন্তুকের ভিড়ের মধ্যে আমি একটিমাত্ৰ খাপছাড়া । মনে হল, প্লাটুফরমটার এক প্ৰান্ত থেকে আর-এক প্ৰান্ত প্ৰশ্ন করছে আমাকে ;