পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R ऊँांत्रि->iएद्धा एवव्लाश, ঘাসের উপরে ছড়িয়ে পড়া বিকেলের আলোতে গাছেদের নিস্তব্ধ খুশি, মজার মধ্যে লুকোনো খুশি, পাতায় পাতায় ছড়ানো খুশি । আমার প্রাণ নিজেকে বাতাসে মেলে দিয়ে নিচেছ বিশ্বপ্ৰাণের সম্পর্শরস চেতনার মধ্যে দিয়ে ছেকে । এখন আমাকে বসে থাকতে দাও, আমি চোখ মেলে থাকি । তোমরা এসেছ তর্ক নিয়ে । আজ দিনান্তের এই পড়ন্ত রোদহুরে সময় পেয়েছি। একটুখানি ; এর মধ্যে ভালো নেই, মন্দ নেই, নিন্দ নেই, খ্যাতি নেই । দ্বন্দ্ব নেই, দ্বিধা নেই। — আছে বনের সবুজ, জলের বিকিমিকিজীবনস্রোতের উপরতলে অল্প একটু কঁপনি, একটু কল্লোল, একটু ঢেউ । আমার এই একটুখানি অবসর