পাতা:বসন্ত - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कवि হাঁ, মহারাজ। তিনি চিরপলাতক । আমারই মতো পৃথ্বী ভঁাকে সিংহাসনে বসিয়ে পৃথ্বীপতি করতে চেয়েছিল। কিন্তু তিনি दूfel বুঝেছি, বোধ করি রাজকোষের অবস্থা দেখে পালাতে ইচ্ছে করছেন । কবি পৃথিবীর রাজকোষ পুৰ্ণ করে দিয়ে তিনি পালান। दूस्त्र কী দুঃখে । কবি দুঃখে নয়, আনন্দে । द्रख्। কবি, তোমার হেঁয়ালি রাখে ; আমার অধ্যাপকের দল তোমার হেঁয়ালি শুনে রাগ করে বলে, ওগুলোর কোনো অর্থ নেই । আজ বসন্ত-উৎসবে কী পালা তৈরি করেছ সেইটে বলে । কবি আজ সেই পলাতকার পালা । द्रख्। বেশ বেশ । বুঝতে পারব তো ? दि বোঝাবার চেষ্টা করি নি । sef তাতে ক্ষতি নেই। কিন্তু না বোঝাবার চেষ্টা কর নি তো ? कवि না মহারাজ, এতে মূলেই অর্থ নেই, বোঝা না-বোঝার কোনো বালাই নেই, কেবল এতে সুর আছে । " oR