পাতা:বসন্ত - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रख्या রাজগৌরব ? कवि সেও টিকল না। তাই তো ঋতুরাজ আজ রাজবেশ খসিয়ে দিয়ে বৈরাগী হয়ে বেরিয়ে চলেছেন । এবার ধারণীতে তপস্যার দিন এসেছে, অর্থসচিবদের ईथoड कोख थकद भी । ভাঙন ধরার ছিন্ন-করার রুদ্র নাটে যখন সকল ছন্দ বিকল, বন্ধ কাটে, মুক্তিপাগল বৈরাগীদের চিত্ততলে প্রেমসাধনার হোমকুতাশন জ্বলবে। তবে । ওরে পথিক, ওরে প্ৰেমিক, সব আশাজাল যায় রে যখন উড়ে পুড়ে আশার অতীত দাড়ায় তখন ভুবন জুড়ে, অস্তব্ধ বাণী নীরব সুরে কথা কবে । অীয় রে সাবে প্ৰলয় গানের মহোৎসবে । VOO