পাতা:বসন্ত - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ আস্থায়ীয় আয়তে, II এই যুগল দণ্ডের বাহিরে গানের অংশ গান বরিবার সময় একবার মাত্র গাহিবে ; কারণ প্ৰত্যেক কলির শেষে এই অংশটুকু “” এরূপ উদয়তি-চিহ্নের মধ্যে পুনঃ পুনঃ লিখিত হইয়া থাকে। ১১ অবসানের চিহ্ন, শিয়োদেশে যুগল দাড়ি, যথা- স্যা। হয় এইখানে একেবাৱে থামিবে, নয়। এইখানে থামিয়া গানের অন্ত কলি ধৱিবে । ১২। পুনরাবৃত্তির চিহ্ন { } এই গুম্বক্ষবন্ধনী ; এবং পুনরাবৃত্তিকালে কতকগুলি স্বর DBDDD BD DBB BD SSB DBBB BBDBDS EESS K SSE DDSSS DS L S ১৩। পুনরাবৃত্তিকালে কোনো সুরের পরিবর্তন হইলে, শিরোদেশে [ ] এই সরল [1外] বন্ধনীচিহের মধ্যে পরিবর্তিত স্বরগুলি স্থাপিত হয় ; যথা- { সারা গা } । কলির শেষে যুগল দণ্ডের মধ্যে ও সাব-শেষে দুই প্ৰস্থ যুগল দণ্ডের মধ্যে [ ] এই সরল বন্ধনী থাকিলে, যথা- I [ ] I, II, [ ] If, আস্থায়ীতে ফিরিয়া পরিবর্তিত সুর গাহিতে হয়। ১৪ কোনো এক স্বর যখন আর-এক স্বরে বিশেষরূপে গড়াইয়া যায়, তখন স্বরের নীচে – এইরূপ মীড়-চিহ্ন থাকে ; যথা- ণ -পা । ১৫ যখন স্বরের নীচে গানের অক্ষর না থাকে, তখন সেই স্বর বা স্বরগুলির বাম পার্থে হাইফেন (-) বসে এবং গানের পংক্তিতে শূন্য ( e ) দেওয়া হয় ; যথা- স - - - । অথবা- স -র -গা -মা । একই স্বর পৃথক ঝোকে वा • • • ' o o o উচ্চারিত হইলে সেই স্বরের বাম পাৰ্থেও হাইফেন বসে ; যথা 环 -可 一否1 -否11 可叫可一开一开1-引一矶1 e o o शं • • न् ১৬ নীচে গানের অক্ষর স্বরান্ত না হইলে উপরে স্বরের বাম পাৰ্থে হাইফেন ( ) 하다 ; - 1 -1 -i -1 || ri -1 - - 1 1 • • * ॐ ॐ बं উচ্চারণ । স্বরলিপির ভিতরে প্রায় সব কথার বানান যথাসাধ্য উচ্চারণ-অনুযায়ী বিশ্লেষ করিয়া দেখাইতে যত্ন করা হইয়াছে। ে= এ এবং ে= অ্যা, যেরূপ বেদনা ও বেলা শব্দের প্রথম ব্যঞ্জনাশিত একারের মুদ্রণে ইন্দিত করা হইয়াছে। তাহা ছাড়া ‘অবেলায়’ বিশ্লেষিত হইলে ছাপা হয়- অন বে লায়। ‘মনে- মনে।