পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমৃত বিদায় নিয়ে চলে আসবার বেলা বললেম তাকে, “ভারতের একজন নারী বলেছিলেন একদিন,- উপকরণ চান না। তিনি, তিনি চান অমৃত । এই তো নারীর পণ, তুমি কী বলে ।” অমিয়া হাসল একটু বিরস হাসি ; बब्लएल, ‘q कि ठे०एलभ ।” আমি বললেম তার হাত চেপে ধরে, “ভালোবাসাই সেই অমৃত, উপকরণ তার কাছে তুচ্ছ, বুঝবে একদিন ।” বিরক্ত হল অমিয়া ; বললে, “তুমি কেন নিয়ে গেলে না। আমাকে মিথ্যে থেকে। জোর নেই কেন তোমার ।” আমি বললেম, “বাধে আত্মগৌরবে । যতদিন না ধনে হব সমান আসিব না তোমার কাছে ।” অমিয়া মাথা-কাকানি দিয়ে উঠে দাড়ালো, চলল ঘরের বাইরে।