পাতা:আর্য্যাবর্ত্ত (প্রথম বর্ষ).pdf/৬৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ বর্ষ ও বিন্দুসার ২৫ বর্ষ রাজত্ব করেন। উভয় মতের সামঞ্জস্য করিয়া উভয়ের রাজ্যকাল মোটামুটি ৪৮ বর্ষ এবং ৩২৪ খৃঃ পূর্বাব্দের সময় অশোকের রাজ্যারম্ভ ধরিতে হয় । এখন দেখিতে হইবে যে, ঐ সময়ের পরে অর্থাৎ অশোকের রাজ্য সময়ে উক্ত নামধেয় পঞ্চ যবন নপতি বিদ্যমান ছিলেন কি না ? দিগ্বিজয়ী মকিদোনবীর আলেকসান্দরের সমকালীন ও র্তাহার দেহাত্যয়ের পরবর্তী কালের গ্রীক ইতিহাসের আলোচনা করিলে আমরা জানিতে পারি যে, অশোকের অনুশাসনে যে পঞ্চ যবন নাম গৃহীত হইয়াছে, মকিন্দোন, ইজিপ্ট সিরিয়া প্রভৃতি স্থানে সেই সেই নামে একাধিক ব্যক্তি বিভিন্ন সময়ে রাজত্ব করিতেন। এখন দেখিতে হইবে, উক্ত পাশ্চাত্য ঐতিহাসিকগণের মতের উপর নির্ভর না করিয়া ঠিক সেই সময়ে তত্তৎ নামে পরিচিত পঞ্চ যাবনরাজের অস্তিত্ব পাইতে পারি কি না ? ? যে সময়ের কথা লিখিতেছি, তৎকালে সাধারণতঃ রাজন্য বর্গ স্ব স্ব জনপদ বা রাজধানীর নামেই পরিচিত ছিলেন, তক্ষশিলারাজ ও পুরুষরাজ নামন্বয় দৃষ্টান্তস্বরূপ উদ্ধৃত হইতে পারে। মগধাধিপ (অশোক ) চন্দ্রগুপ্ত নিজ রাজধানী পাটলিপুত্র হইতে “পাটলিপুত্রক’ নামেও পরিচিত ছিলেন, সে কথাও মেগেস্থেনিসের বিবরণী উদ্ধত করিয়া দেখাইয়াছি। সম্রাট অশোকের (শাহবাজগড়ীর) ১৩শ শিলানুশাসনেও ভারতীয় বিভিন্ন রাজন্যবর্গের প্রসঙ্গে তঁহাদের স্ব স্ব জনপদনামই উক্ত হইয়াছে, এ অবস্থায় তঁাহার উক্ত ১৩শ অনুশাসনে যে পঞ্চ যেন বা ঘবনরাজের উল্লেখ আছে, তাহারা স্ব স্ব রাজধানী নামেই মৌর্য্যসম্রাটের নিকট পরিচিত হইয়াছেন, বলিয়া মনে করি। এখন দেখা যাউক, উক্ত পঞ্চ রাজধানী কোথায় ? আলেক্সান্দরের মৃত্যু ও তঁহার উপার্জিত সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হইলে ৩০৭ খৃঃ পূর্বাব্দে তাহার সেনাপতিগণ যেস্থানে যেস্থানে প্রতিষ্ঠিত হইয়াছিলেন, সেই সেই স্থানে তঁাহারা রাজোপাধিগ্রহণ করেন। এই সময়ে অন্তিগোনস (Antigonus ) af l-ațRIC3 fầSaatçia “Tafscottã” ( Antigonia), তলেমি ( Ptolemy ) NersèFCề “csia: Krí” ( Ptolemais Hermii ) ’এবং তাহার কএকবর্ষ পরে সেলিউকস, সিরীয়ায় নিজ পিতৃনামে ‘অন্তিওক (Antioch) রাজধানীর প্রতিষ্ঠা করেন। এই সময়ে মকিন্দােন (Makedon) নামক গ্রীসের প্রাচীন নগরীতে কাসিন্দর ( Cassander) ও আলেক্সান্দরের SgBBDD DBDD S DBBDBDB DBBBSBDuB S DBDDBDDS LLLL S